শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউক্রেনকে ৫০ বিলিয়ন ইউরো দিতে রাজি ইইউ

যাযাদি ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইউক্রেনকে ৫০ বিলিয়ন ইউরো দিতে রাজি ইইউ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ৫০ বিলিয়ন ইউরোর সহায়তা দিতে রাজি হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের সব নেতা। এর আগে হাঙ্গেরি এই সহায়তা আটকে দিয়েছিল। তবে বৃহস্পতিবার এতে সম্মতি দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। এটি ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তার আগেই অনুমোদন পেল। তথ্যসূত্র : বিবিসি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন অর্থায়নকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি তার দেশের অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতাকে শক্তিশালী করবে। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মার্চে সহায়তার প্রথম অংশটি তাদের হাতে পৌঁছাবে।

গত ডিসেম্বরে ইউরোপিয়ান সম্মেলনে সহায়তার এই প্রস্তাবটি প্রথম উত্থাপিত হয়। কিন্তু সেবার এতে ভেটো দেয় হাঙ্গেরি। এই ৫০ বিলিয়ন ইউরো পেনসন, সরকারি চাকরিজীবীদের বেতন এবং অন্যান্য খাতে আগামী চার বছর ব্যবহার করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের ৫০ বিলিয়ন ইউরো সহায়তার খবর এমন সময় এলো- যখন ইউক্রেনে সামরিক সহায়তা আটকে রেখেছে মার্কিন কংগ্রেস।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শুরু হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়। যা অনেকের জন্য অবাক করার মতো ছিল। কারণ তারা ধারণা করেছিলেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী এতে সম্মত হতে আরও সময় নেবেন।

কূটনৈতিক একটি সূত্র জানিয়েছেন, নতুন এই সহায়তা প্যাকেজ নিয়ে প্রতি বছর আলোচনা করা হবে এবং দুই বছর পর 'যদি প্রয়োজন হয়' এটি পর্যালোচনা করা হবে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী চেয়েছিলেন, প্রতি বছর যেন এই সহায়তা পর্যবেক্ষণের সুযোগ রাখা হয়। কিন্তু অন্যান্য দেশ এতে রাজি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে