মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার অপেক্ষায় নেত্রকোনা জেলা বিএনপি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০৬ মে ২০২৫, ১৩:১৩
খালেদা জিয়ার অপেক্ষায় নেত্রকোনা জেলা বিএনপি
ছবি: যায়যায়দিন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ চিকিৎসা শেষে স্বদেশ প্রর্ত্যাবতনে তাঁকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে উত্তরা বিমান বন্দর সড়কের পাশে জেলা বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়ে অপেক্ষায় রয়েছেন।

জানা গেছে, জেলা বিএনপির আহবায়ক ডা. মো. আনোয়ারুল হক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে জাতীয় এবং দলীয় পতাকা হাতে নিয়ে কর্মসূচীতে অন্যানোর মধ্যে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির, জেলা বিএনপির সদস্য খসরু আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে