বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

রাখাইনের রাজধানী সিত্তেতে কারফিউ জারি করল জান্তা

যাযাদি ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাখাইনের রাজধানী সিত্তেতে কারফিউ জারি করল জান্তা

মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে কারফিউ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ থাকবে। বৃহস্পতিবার বিকালে অনির্দিষ্টকালের ওই কারফিউ জারি করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম 'নারিনজারা নিউজ' জানিয়েছে। তথ্যসূত্র : পার্স টুডে

সিত্তের এক বাসিন্দা বলেন, 'জান্তা প্রশাসন শহরে ছোট বাহনে করে ঘুরে বেরিয়ে লাউড স্পিকার এবং হ্যান্ড মাইকে কারফিউ'র ঘোষণা দিয়েছে। এ ছাড়া প্রশাসনের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যারা রাতে বাইরে বের হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারফিউ সিত্তের পৌরসভাগুলো ছাড়াও কয়েকটি দুর্গম এলাকায় জারি করা হয়েছে।'

গত বছরের অক্টোবর থেকে সামরিক জান্তার অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো শুরু করে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এরপর রাখাইনের বিভিন্ন অঞ্চলে তীব্র লড়াই শুরু হয়। এতদিন রাজধানী সিত্তের আশপাশে লড়াই চলছিল। তবে এখন এটি সিত্তেতে পৌঁছে গেছে। জান্তার সদস্যরা বর্তমানে ইয়ো কায়া সেতুর নিচে এবং সাউথ কোরিয়া পোর্ট সেতুর কাছে অবস্থান নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে