বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

'ডেটিং অ্যান্ড রিলেশনশিপ' নবম শ্রেণির পাঠ্যবইয়ে

যাযাদি ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
'ডেটিং অ্যান্ড রিলেশনশিপ' নবম শ্রেণির পাঠ্যবইয়ে

ভারতের নবম শ্রেণির সিলেবাসে এমন বিষয় যোগ করা হয়েছে, যেখানে 'ডেটিং', 'সম্পর্কের জটিলতা' ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এসব নিয়ে লেখা অংশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। পুরো অধ্যায়টি পড়ার ইচ্ছা প্রকাশও করছেন অনেকে। অনেকে নিজেদের স্কুলজীবনের অভিজ্ঞতার কথাও বলছেন। অনেক মা-বাবাই এ বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সামগ্রিকভাবে, ভারতীয় শিক্ষাব্যবস্থায় এই প্রগতিশীল পদক্ষেপের জন্য ইতিবাচক সাড়া পড়েছে সমাজমাধ্যমে। আগামী দিনে এমন অনেক বিষয় সিলেবাসে যোগ করার অনুরোধও জানানো হচ্ছে। মনে করা হচ্ছে, স্কুলজীবনেই যদি সম্পর্কের এসব জটিলতার ব্যাপারে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে, তবে অনেক অপরাধ, আত্মহত্যার মতো ঘটনা আটকানো সম্ভব হবে। তথ্যসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে