বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতের ঝাড়খন্ডে আস্থাভোটে বিজয়ী চম্পাই সোরেন

যাযাদি ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ভারতের ঝাড়খন্ডে আস্থাভোটে বিজয়ী চম্পাই সোরেন

ছয় দিনের রাজনৈতিক ডামাডোলের অবসান ঘটল। অবশেষে ভারতের ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে আস্থাভোটে জয়ী হলেন চম্পাই সোরেন। বিধানসভায় ৪৭ বিধায়কের সমর্থন পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী পদে চম্পাইয়ের বিরোধিতা করেছেন ২৯ জন বিধায়ক। গত শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন চম্পাই। তথ্যসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস

গত ৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেপ্তার হন ঝাড়খন্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী পদ থেকেও। তারপরই ঝাড়খন্ডের রাজনীতিতে শুরু হয় ডামাডোল। কংগ্রেস, আরজেডি ও অন্য জোটসঙ্গীদের সম্মতিতে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। হেমন্তের পদত্যাগের ৩৬ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই।

কিন্তু শপথ নেওয়ার পরও কাটেনি শঙ্কার মেঘ। হঠাৎই 'নিখোঁজ' হয়ে যান দলের চার বিধায়ক। 'অপারেশন লোটাস' শুরু করতে কাজে নেমে পড়ে বিজেপিও। শোনা গিয়েছিল, ঝাড়খন্ডের শাসক জোটের বিধায়কদের ভাঙিয়ে নিতে রাঁচি পৌঁছে গিয়েছিলেন গেরুয়া শিবিরের প্রধানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে