বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

প্রবাসে কালাম মোল্লার মৃত্যু, অনিশ্চয়তার মুখে পরিবার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ১৯:৩৭
প্রবাসে কালাম মোল্লার মৃত্যু, অনিশ্চয়তার মুখে পরিবার
ছবি: যায়যায়দিন

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর উত্তরকান্দী গ্রামের মো. কালাম মোল্লা (৪০) জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। ভবিষ্যতের জন্য একটুখানি স্বচ্ছলতার আশায়, পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে তিনি ২০২৫ সালের ২৪ মার্চ দেশ ছাড়েন ফ্রি ভিসায়। তবে, ভাগ্যের নির্মম পরিহাস—কাজ শুরুর আগেই ২১ এপ্রিল সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

মো. কালাম মোল্লা ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পিতার মৃত্যুর পর তার ওপর নির্ভর করছিল বৃদ্ধা মা, স্ত্রী ও ছয়টি শিশু সন্তানসহ নয় সদস্যের একটি পরিবার। জীবিকার টানে ও পূর্ববর্তী প্রায় তিন লাখ টাকার ঋণ শোধের আশায় তিনি আরও ছয় লাখ টাকা ঋণ নিয়ে সৌদি আরবে পাড়ি দেন। সেখানে কিছুদিন থাকার পর একটি কাজের ব্যবস্থাও হয়েছিল, কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

২১ এপ্রিল ফজরের নামাজ শেষে রুটি ও ডাল দিয়ে সকালের নাস্তা শেষ করেই হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন তিনি। অর্থাভাবে তার লাশ দীর্ঘ ১৬ দিন সৌদি আরবেই আটকে ছিল। পরে প্রবাসীদের সহায়তায় বুধবার (৭ মে) তার মরদেহ নিজ গ্রামে পৌঁছায়। এদিন বেলা ২টায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, কালাম মোল্লার পরিবার এখন গভীর সংকটে। তার বৃদ্ধা মা, স্ত্রী ও ছয়টি শিশু সন্তানের ভবিষ্যৎ আজ চরম অনিশ্চয়তার মুখে। ঋণের বোঝা, জীবিকার অভাব এবং শিশু সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। সরকার ও মানবিক সহায়তা ছাড়া এই পরিবারটি টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন।

এখন সময় এসেছে সমাজ, সরকার এবং স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার। মানবিক সহায়তা, সরকারি অনুদান ও সমাজিক দায়িত্বের অংশ হিসেবে এই পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন, যেনো কালাম মোল্লার ছোট্ট শিশুগুলোর ভবিষ্যৎ অন্ধকার না হয়।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে