বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পৌরসভা শুধু উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে টিসিবিকে সহযোগিতা করে থাকে: পৌর প্রশাসক

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ২০:০৭
আপডেট  : ০৭ মে ২০২৫, ২০:৩৪
পৌরসভা শুধু উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে টিসিবিকে সহযোগিতা করে থাকে: পৌর প্রশাসক
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ এক জরুরী সর্তকতা মুলক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান পৌরসভা শুধু উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে টিসিবিকে সহযোগিতা করে থাকে।

টিসিবি পৌরসভার কোনো নিজস্ব কার্যক্রম না। টিসিবি( ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান।সারাদেশে সরকারি প্রতিষ্ঠান গুলো যেমন পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের মাধ্যমে উপকারভোগী বাছাই টিসিবিকে শুধুমাত্র সহযোগিতা করে থাকে। উপকারভোগিরা আবেদনের পর টিসিবি কর্তৃপক্ষ কর্তৃক যাদের কার্ড একটিভ হয়। শুধুমাত্র তাদের নামেই বরাদ্দ আসে। একটিভ কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়।

তিনি বিজ্ঞপ্তি আরও উল্লেখ করেন,২০২৩ সাল পর্যন্ত দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় টিসিবির কার্ড ছিলো ১৬৮০ টি। ২০২৪ সালে নতুন ১১৬৫টি কার্ড যুক্ত হয়ে মোট কার্ড হয় ২৮৪৫ টি আর ২৮৪৫ এর মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড আসে ১৬৮০ জনের। সেখানে ৫৭৩ টি কার্ডে বিভিন্ন ভুল থাকায় টিসিবি থেকে বিতরণ না করতে বলা হয়।

অবশিষ্ট ১১৭০ টি স্মার্ট কার্ড পৌরসভার পক্ষ থেকে বিতরণের উদ্যোগ নেওয়া হয়। ১১৭০ জনের মধ্যে ৩৪৭ জন কার্ড নিতে আসেনি বা একটিভ করেনি। মোট ৭৬০ জনের কার্ড একটিভ হয়েছে এবং সে অনুযায়ী মালামাল বিতরণ করা হচ্ছে। বর্তমানে যাদের কার্ড একটিভ আছে টিসিবি শুধু তাদের মালামাল পাঠাচ্ছে। এটা সম্পূর্ণ টিসিবির সিদ্ধান্ত। এখানে পৌরসভার কোন সম্পৃক্ততা নেই।

ভুল তথ্যের জন্য উপকারভোগীরা নিজেরাই অনেকটা দায়ী। তথ্য দেয়ার সময় তারা আইডি কার্ড দিয়েছে একজনের, মোবাইল নাম্বার দিয়েছে আরেকজনের।একই ফ্যামিলির একাধিক কার্ড ছিলো যা সিস্টেম অটোমেটিকভাবে বাদ দিয়ে দিয়েছে। তাই বর্তমানে ঘোড়াঘাট পৌরসভায় টিসিবি তাদের নিজস্ব ডিলারের মাধ্যমে ৭৬০ জন। একটিভ কার্ডধারীকে ন্যায্যমূল্যে মালামাল দিচ্ছে।

এছাড়াও তিনি ঘোড়াঘাট পৌরবাসীকে টিসিবির পণ্য বিতরণ নিয়ে সঠিক তথ্য না জেনে গুজবে কান না দেওয়ার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে