বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে বোমা হামলার তীব্র নিন্দা ইরানের

যাযাদি ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পাকিস্তানে বোমা হামলার তীব্র নিন্দা ইরানের

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। রাজধানী ইসলামাবাদে ইরানের দূতাবাসের এক মুখপাত্র পাকিস্তানের সংবাদমাধ্যম 'জিও নিউজ'কে বলেন, বেসামরিক লোকজনের ওপর এমন ভয়াবহ হামলা একেবারেই গ্রহণযোগ্য নয়।

ওই মুখপাত্র বলেন, 'বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলার জন্য দায়ী হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছে ইরান। বেসামরিক লোকজনের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাকিস্তানের সরকার এবং হতাহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।'

পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের আগের দিন বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দুই প্রার্থীর কার্যালয়ে পৃথক দুই বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। তথ্যসূত্র : জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে