শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
কিয়েভের ভূমিকা নিয়ে 'সন্দেহ'

মস্কোয় হামলা আইএসই করেছে স্বীকার করলেন পুতিন

প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
যাযাদি ডেস্ক
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটই (আইএস) মস্কোর কাছের ক্রোকাস সিটি কনসার্ট হলে গত শুক্রবার (২২ মার্চ) প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে সোমবার স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। তবে তিনি এটাও বলেছেন, ওই হামলায় ইউক্রেন লাভবান হয়েছে এবং হামলার পেছনে কিয়েভের ভূমিকা থাকলেও থাকতে পারে। গত শুক্রবার কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটনায় কমপক্ষে ১৩৭ জন নিহত হন এবং এই হামলাটিকে গত ২০ বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। তথ্যসূত্র : রয়টার্স, আল-জাজিরা

সোমবার টেলিভিশনে প্রচারিত এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, 'আমরা জানি, অপরাধটি কট্টরপন্থি ইসলামপন্থিদের হাতেই সংঘটিত হয়েছে, যাদের আদর্শের বিরুদ্ধে ইসলামিক বিশ্ব নিজেরাই বহু শতাব্দী ধরে লড়াই করে আসছে।' এ সময় ইউক্রেনের কথা উলেস্নখ করে পুতিন বলেন, 'এই নৃশংসতার সঙ্গে হয়তো তাদের একটি যোগসূত্র থাকতে পারে, যারা ২০১৪ সাল থেকে আমাদের দেশের সঙ্গে যুদ্ধ করে আসছে।' পুতিন প্রশ্ন করেন, 'অবশ্যই, এই প্রশ্নের উত্তর পাওয়া দরকার, কেন অপরাধ করার পর সন্ত্রাসীরা ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? সেখানে তাদের জন্য কে অপেক্ষা করছিল?'

পুতিন অবশ্য তার বক্তব্যে আইএসের সহযোগীদের কথা উলেস্নখ করেননি। যদিও তারাই মস্কোতে হামলার দায় স্বীকার করেছে। আইএসের সহযোগী আইএস-কে (ইসলামিক স্টেট-খোরাসান) এই হামলার দায় স্বীকার করার পর মার্কিন গোয়েন্দারাও তাদের সেই দাবি সমর্থন করে। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও বলেছেন, ফ্রান্সের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে, যাতে দেখা যাচ্ছে, 'আইএসের একটি অংশ' এই হামলার জন্য দায়ী।'

এর আগে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামলার জন্য কাউকে দোষ দিতে অস্বীকার করেন এবং রাশিয়ায় তদন্তের ফলের জন্য অপেক্ষা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া আমেরিকা গত ৭ মার্চ মস্কোর কর্তৃপক্ষকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল বলে যে খবর বের হয়েছে, সে বিষয়েও দিমিত্রি পেসকভ মন্তব্য করতে রাজি হননি। এ ধরনের যে কোনো গোয়েন্দা তথ্য গোপনীয় বলেও জানান তিনি।

প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা

এদিকে মস্কোর কাছে ওই কনসার্টে বন্দুক হামলা ও বিস্ফোরণের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রুশ গোয়েন্দা সংস্থা। এই হামলার বিষয়ে আগে থেকে কোনো খবরই পাননি গোয়েন্দারা। এমনকি আমেরিকা একটি সন্ত্রাসী হামলার বিষয়ে আগে থেকে বারবার সতর্ক করলেও এতে কর্ণপাত করেননি তারা। ফলে দেশটির গোয়েন্দা সংস্থার অগ্রাধিকার, সম্পদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের বিষয় নিয়ে প্রশ্ন উঠছে।

সোভিয়েত যুগের কেজিবির প্রধান উত্তরাধিকারী সংস্থা এফএসবি। সংস্থাটির ঝুলিভর্তি এখন শুধু রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় নাশকতাকারীদের শিকার করা, ক্রেমলিন-বিরোধী কর্মীদের আটকে রাখা এবং বিরোধী বিদেশি গোয়েন্দা সংস্থার কার্যক্রম ব্যাহত করার অভিযোগ।

এ নিয়ে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি স্পষ্টতই ব্যাখ্যা করা যায়, কেন এফএসবি ইসলামি জঙ্গি গোষ্ঠীর (আইএস) দেওয়া অন্য হুমকিগুলোকে উপেক্ষা করতে পারে, যে গোষ্ঠীটি কি-না কনসার্টে হামলার দায় পর্যন্ত স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে