বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ঢুকে মেরে আসব : রাজনাথ

যাযাদি ডেস্ক
  ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ভারতে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর চেষ্টা করে কেউ সীমান্ত পেরিয়ে পালালে তাকে পাকিস্তানে ঢুকে মেরে আসব বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 'সিএনএন নিউজ নেটওয়ার্ক ১৮'-কে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন রাজনাথ।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান'র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল থেকে ভারত সরকার পাকিস্তানে অন্তত ২০ ব্যক্তিকে হত্যা করেছে। বিদেশের মাটিতে বসবাসরত সন্ত্রাসীদের নির্মূলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এসব হত্যাকান্ড বাস্তবায়ন করছে তারা।

এই প্রতিবেদনের বিষয়ে 'সিএনএন নিউজ-১৮' জানতে চাইলে রাজনাথ সিং বলেন, 'তারা যদি পাকিস্তানে পালিয়ে যায়, আমরা পাকিস্তানে ঢুকে তাদের হত্যা করব।'

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সম্পর্কে মন্তব্য চেয়ে রয়টার্সের পক্ষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে আসছে ইসলামাবাদ।

রাজনাথ সিং বলেন, 'ভারত সব সময় চায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে। কিন্তু কেউ যদি বারবার আমাদের তাদের রক্তচক্ষু দেখায়, সন্ত্রাসী কর্মকান্ড ছড়িয়ে দিতে ভারতে আসে, আমরা তাদের ছেড়ে

দেব না।'

পাকিস্তানের মাটিতে অন্তত ২০ পাকিস্তানিকে হত্যা করিয়েছে ভারত। বিদেশি মাটিতে বসবাসকারী সন্ত্রাসীদের নির্মূল করার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এটি করেছে ভারত। ভারতীয় ও পাকিস্তানি গোয়েন্দাদের বরাত দিয়ে শুক্রবার গার্ডিয়ান এমন তথ্য

জানিয়েছে। তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।

গার্ডিয়ান জানিয়েছে, ২০১৯ সালের পুলোওয়ামা হামলার পর থেকে এতদিন পর্যন্ত পাকিস্তানের অন্তত ২০ জনকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী দমনের উদ্দেশ্য নিয়ে এই নির্দেশ দিয়েছিল ভারত সরকার। এই কাজ সম্পাদন করেছে ভারতের গোয়েন্দা সংস্থা 'র'। তথ্যসূত্র : ইনডিয়া টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে