ইরানে আবারও হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। রোববার রাতে ইসরায়েলের যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু, সেই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য 'দ্ব্যর্থহীনভাবে' ইরানে দ্বিতীয় দফা হামলার প্রস্তাব সমর্থন করেছেন। তথ্যসূত্র : আনাদলু, রয়টার্স
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম 'চ্যানেল ১৩'। ইসরায়েলের রাজনৈতিক পরিমন্ডলে গুঞ্জন চলছে, গত ১৯ অক্টোবর তেল আবিবে নেতানিয়াহুর বাসভবনে যে ড্রোন হামলা হয়েছিল, তার জবাব দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বৈঠকে অংশগ্রহণকারী এক মন্ত্রী বলেছেন, ওই হামলার সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।
কিন্তু সে ক্ষেত্রে কী কারণে ইরানে দ্বিতীয় দফা হামলার সিদ্ধান্ত হয়েছে, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এদিকে, ইরানের সরকার তার সামরিক বাজেট প্রায় ২০০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলার পরে তেহরানের এ ঘোষণা এলো।
মোহাজেরানি জানিয়েছেন, পরিকল্পিত প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের অংশ সরকার অনুমোদনের জন্য পার্লামেন্টে পেশ করেছে।