সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

হুতিরা হামাস-হিজবুলস্নাহর মতো পরিণতি ভোগ করবে :ইসরাইল

আন্তজাতিক ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
হুতিরা হামাস-হিজবুলস্নাহর মতো পরিণতি ভোগ করবে :ইসরাইল

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুতি বিদ্রোহীদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে গাজার হামাস, লেবাননের হিজবুলস্নাহ এবং সিরিয়ার বাশার আল-আসাদের মতো 'শোচনীয় পরিণতি' হুতিদেরও ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি। তেহরানকেও সতর্ক করে ড্যানি বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের যে কোনও স্থানে হামলা চালানোর সক্ষমতা ইসরায়েলের আছে। ইরানের ছায়াগোষ্ঠীগুলোর কোনও হামলা ইসরায়েল বরদাশত করবে না বলে জানান তিনি। এর কয়েকঘন্টা পরই ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে।

হুতিরা ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে গুরিয়ন বিমানবন্দর এবং জেরুজালেমের দক্ষিণের একটি বিদু্যৎকেন্দ্র লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং জুলফিকার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার একথা জানিয়েছেন। ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভাষণে বলেন, হুতিদের কাছ থেকে আর কোনও হামলা ইসরাইল সহ্য করবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে