শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আটা নিয়ে বিপাকে পাক সরকার

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২০, ০০:০০
আটা নিয়ে বিপাকে পাক সরকার
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানে হঠাৎ করেই আটার দাম বেড়ে গেছে। সেখানে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ৬২ রুপি (পাকিস্তানি)। কোথাও কোথাও তা ৭০ রুপিতেও বিক্রি হচ্ছে। এমন আকাশছোঁয়া দামে দেশটির মধ্যবিত্তের নাভিশ্বাস অবস্থা। রুটি খাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন তারা। চিন্তায় পড়েছে ইমরান খানের সরকারও।

গত এক সপ্তাহেই আটার দাম কেজিপ্রতি বাড়ে পাঁচ রুপি। মাসখানেক আগেও করাচিতে আটার দাম ছিল কেজিপ্রতি ৪৫ রুপি। এখন সেখানে দাম ৬২ থেকে ৭০ রুপি।

বিক্রেতারা বলছেন, গমের দাম হঠাৎই বেড়েছে। তাই আটার দামও বেড়েছে। দাম কবে কমবে সে ব্যাপারেও কোনো স্পষ্ট

ধারণা পাওয়া যাচ্ছে না।

তবে ইমরান সরকার বলছে, গমের দাম বাড়ার খবর ভুয়া। সরকারি গুদামে চার মিলিয়ন টন গম মজুত রয়েছে। ফলে এমনভাবে লাফিয়ে দাম বাড়ার কোনো যুক্তি নেই।

ইমরান গত শনিবার দেশটির সব রাজ্য সরকারকে খাদ্যদ্রব্যের

দাম বৃদ্ধিতে লাগাম টানার

নির্দেশ দিয়েছিলেন।

এদিকে, আটার দাম বাড়ায় রেস্তোরাঁ ও ধাবা মালিকরা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। সরকারের কাছে তাদের দাবি, পুরনো দামে আটা সরবরাহ করতে হবে। না হলে রুটি ও নানের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিতে বাধ্য হবেন তারা।

সংবাদসূত্র : ইনডিয়া টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে