সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ০৭ আগস্ট ২০২০, ০০:০০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
ভার্চুয়াল রিয়েলিটি

অধ্যায়-১

১. ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়-

র . বিনোদনের ক্ষেত্রে

রর . কৃত্রিম অনুভূতি সৃষ্টিতে

ররর . ত্রিমাত্রিক ডিজাইনে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২. ক্রায়োসার্জারি এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে-

র. অত্যধিক শীতল তাপমাত্রা ব্যবহৃত হয়

রর. তাপমাত্রা কমানোর পর হঠাৎ তাপমাত্রা বাড়ানো হয়

ররর. রোগাক্রান্ত ক্যান্সার টিসু্য ধ্বংস করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৩. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?

ক. মার্শাল ম্যাকলুহান

খ. টিম বার্নারস লি

গ. মার্ক জাকারবার্গ

ঘ. ই এফ কড

সঠিক উত্তর : ক. মার্শাল ম্যাকলুহান

৪. আঙুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটি?

ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

খ. ন্যানো টেকনোলজি

গ. বায়োমেট্রিক্স

ঘ. বায়োইনফরমেটিকস

সঠিক উত্তর : গ. বায়োমেট্রিক্স

নিচের উদ্দীপকের আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

উচ্চফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। দেশ থেকে বর্তমানে চাল রপ্তানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে-

৫. উদ্দীপকে প্রযুক্তি কোনটি?

ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

খ. বায়োইনফরমেটিকস

গ. বায়োমেট্রিক্স

ঘ. ন্যানো টেকনোলজি

সঠিক উত্তর : ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

\হ

৬. উদ্দীপকের কর্মকান্ডে-

র. চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে

রর. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে

ররর. জীববৈচিত্র্যের সৃষ্টি হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. রর ও ররর

৭. বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়-

র. বাড়ির নিরাপত্তা

রর. অপরাধপ্রবণতা কমাতে

ররর. স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি বের করতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৮. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিংয়ের কাজ সম্পন্ন করা যায়?

ক. ই-মেইল

খ. ফেসবুক

গ. টেলিকনফারেন্সিং

ঘ. টুইটার

সঠিক উত্তর : গ. টেলিকনফারেন্সিং

৯. ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ তৈরি হয়?

ক. একমাত্রিক

খ. দ্বি-মাত্রিক

গ. ত্রি-মাত্রিক

ঘ. বহুমাত্রিক

সঠিক উত্তর : গ. ত্রি-মাত্রিক

১০. কোনটি মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি?

ক. বায়োফরমেট্রিক্স

খ. বায়োমেট্রিক্স

গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ঘ. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

সঠিক উত্তর : খ. বায়োমেট্রিক্স

১১. কোনো জীব থেকে উঘঅ খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?

ক. বায়োমেট্রিক্স

খ. ন্যানো টেকনোলজি

গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ঘ. বায়োইনফরমেটিকস

সঠিক উত্তর : গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নম্বর প্রশ্নের উত্তর দাও।

লতিফ সাহেবের দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ফার্ম আছে। তিনি তার প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ ও আদান-প্রদান করেন।

১২. তার যোগাযোগের ব্যবহৃত মাধ্যম-

ক. ই-কমার্স

খ. টেলিফোন

গ. টেলিগ্রাফ

ঘ. ই-মেইল

সঠিক উত্তর : ঘ. ই-মেইল

১৩. লতিফ সাহেবের ব্যবহৃত প্রযুক্তি হলো-

র. পার্সোনাল ডেটা সার্ভিস

রর. সামাজিক যোগাযোগ সার্ভিস

ররর. অনলাইন ব্যাক আপ সার্ভিস

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. রর ও ররর

১৪. কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?

ক. ত্রি-মাত্রিক সিমুলেশন/কৃত্রিম পরিবেশ

খ. হ্যান্ড জিওমেট্রি

গ. বায়োলজিক্যাল ডেটা

ঘ. দ্বি-মাত্রিক সিমুলেশন

সঠিক উত্তর: ক. ত্রি-মাত্রিক সিমুলেশন/কৃত্রিম পরিবেশ

১৫. কোনটি মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি?

ক. বায়োফরমেট্রিক্স

খ. বায়োমেট্রিক্স

গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ঘ. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

সঠিক উত্তর : খ. বায়োমেট্রিক্স

নিচের উদ্দীপকের আলোকে ১৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

কামাল মেশিন রিডেবল পাসপোর্টের জন্য অফিসে গেলে তার ছবি তোলা হয় এবং আঙুলের ছাপ নেওয়া হয়। কিছুদিন পর একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে সে জানতে পারে তার পাসপোর্টটি তৈরি হয়েছে।

১৬. উদ্দীপকে পাসপোর্ট তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?

র. বায়োমেট্রিক্স

রর. বায়োইনফরমেট্রিক্স

ররর. রোবটিক্স

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে