logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ১২ কার্তিক ১৪২৭

  অনলাইন ডেস্ক    ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

জানার আছে অনেক কিছু

জানার আছে অনেক কিছু
গ্র্যান্ডখাল
প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম খাল-

উত্তর : গ্র্যান্ডখাল (চীন)।

প্রশ্ন : সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কোথায়?

উত্তর : যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন : বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ-

উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় কোথায়?

উত্তর : এশিয়া মহাদেশে।

প্রশ্ন : যুক্তরাষ্ট্র পানামা খালের মালিকানা পানামাকে হস্তান্তর করে কত সালে?

উত্তর : ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর মাসে।

প্রশ্ন : প্রথম লিখিত পদ্ধতি আবিষ্কৃত হয় কোন দেশে?

উত্তর : মিশরে।

প্রশ্ন : রোমানের প্রধান দেবতার নাম কী?

উত্তর : জুপিটার।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে