logo
রোববার, ২৫ অক্টোবর ২০২০ ৯ কার্তিক ১৪২৭

  শিক্ষা জগৎ ডেস্ক   ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

ঢাবিতে সেমিনার অনুষ্ঠিত

ঢাবিতে সেমিনার অনুষ্ঠিত
ঊনবিংশ শতাব্দীর শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী : শিক্ষা ও সমাজচিন্তা' শীর্ষক এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজিল্যান্ডের ম্যাসি ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ড. শ্রীকান্ত চট্টোপাধ্যায়। সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বাংলা একাডেমির সভাপতি ড. শামসুজ্জামান খান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। এতে ই স্কুল অব লাইফের মোহাম্মদ আবু সালেহ ও ইনস্টিউটের সহকারী অধ্যাপক ড. দিলারা জাহিদ সহ-সঞ্চালক ছিলেন। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে