আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো
কারক ও বিভক্তি
২৩. ব্যক্তিবাচক কর্মকে কী বলে?
ক. মুখ্য কর্ম
খ. অপ্রধান কর্ম
গ. গৌণ কর্ম
ঘ. বিধেয় কর্ম
সঠিক উত্তর : গ. গৌণ কর্ম
২৪. 'আমারে তুমি করিবে ত্রাণ'- এই বাক্যে 'আমারে' পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় দ্বিতীয়া
খ. কর্মে দ্বিতীয়া
গ. অপাদানে পঞ্চমী
ঘ. সম্প্রদানে ষষ্ঠী
সঠিক উত্তর : খ. কর্মে দ্বিতীয়া।
২৫. 'ফুলে ফুলে ঘর ভরেছে'- এই বাক্যে 'ফুলে ফুলে' কোন কারকের কোন বিভক্তি?
ক. কর্মে সপ্তমী
খ. করণে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী
সঠিক উত্তর : খ. করণে সপ্তমী।
২৬. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে কী বলে?
ক. মুখ্য কর্ম
খ. গৌণ কর্ম
গ. সমধাতুজ কর্ম
ঘ. উদ্দেশ্য কর্ম
সঠিক উত্তর : ক. মুখ্য কর্ম।
২৭. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?
ক. 'যে' বা 'তে'
খ. 'এ' বা 'এতে'
গ. 'র' বা 'এর'
ঘ. 'থেকে' বা 'চেয়ে'
সঠিক উত্তর : গ. 'র' বা 'এর'।
কারক ও বিভক্তি
১. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?
ক. কর্ম কারক
খ. করণ কারক
গ. সম্প্রদান কারক
ঘ. কর্তৃ কারক
সঠিক উত্তর : ক. কর্ম কারক।
২. কোনটিতে কর্ম কারকে শূন্য বিভক্তি?
ক. ডাক্তার ডাক
খ. লোকমুখে শোনা
গ. বিপদে যেন না করি ভয়
ঘ. জলকে চল
সঠিক উত্তর : ক. ডাক্তার ডাক।
৩. ভাবাধিকরণে সর্বদা কোন বিভক্তি যুক্ত হয়?
ক. পঞ্চমী
খ. ষষ্ঠী
গ. সপ্তমী
ঘ. সবগুলো
সঠিক উত্তর : গ. সপ্তমী।
৪. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কী বলে?
ক. সমাস
খ. কারক
গ. বিভক্তি
ঘ. সম্বন্ধ পদ
সঠিক উত্তর : গ. বিভক্তি
৫. সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে, কারণ কী?
ক. কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না
খ. ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না
গ. বিভক্তি যুক্ত হয় না
ঘ. কর্তা নিজে ক্রিয়া সমাধা করে
সঠিক উত্তর : খ. ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না।
অনুসর্গ
১. অনুসর্গ কী?
ক. বিভক্তি
খ. উপসর্গ
গ. ক্রিয়া বিভক্তি
ঘ. অব্যয়
সঠিক উত্তর : ঘ. অব্যয়।
২. অনুসর্গ কী কাজ করে?
ক. বিভক্তির কাজ করে
খ. শব্দের অর্থ স্পষ্ট করে
গ. শব্দের অর্থের পরিবর্তন করে
ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে
উত্তর : ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে।
৩. 'বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা'- এই বাক্যে 'বিনে' অনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে?
ক. সঙ্গে
খ. প্রয়োজনে
গ. নিমিত্তে
ঘ. ব্যতিরেকে/অভাবে
সঠিক উত্তর : ঘ. ব্যতিরেকে/অভাবে।
৪. 'দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে'- এখানে 'বিনা' কী?
ক. উপসর্গ
খ. অনুসর্গ
গ. বিভক্তি
ঘ. কারক
সঠিক উত্তর : খ. অনুসর্গ।
বাক্য প্রকরণ
১। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আকাঙ্ক্ষা
খ. আসত্তি
গ. যোগ্যতা
ঘ. ইচ্ছা
সঠিক উত্তর : খ. আসত্তি
২। 'ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি'-এক কথায় প্রকাশ কোনটি?
ক. জিতেন্দ্রিয়
খ. ইন্দ্রজিৎ
গ. জীবন্মৃত
ঘ. কৃতদার
সঠিক উত্তর : ক. জিতেন্দ্রিয়।