আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো
দ্বিতীয় অধ্যায়
৭৮. রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে কী বলা হয়?
(ক) আইনগত অধিকার
(খ) রাজনৈতিক অধিকার
(গ) সামাজিক অধিকার
(ঘ) জন্মগত অধিকার
সঠিক উত্তর: (ক) আইনগত অধিকার।
৭৯. ন্যায্য মজুরি লাভ কোন ধরনের অধিকার?
(ক) অর্থনৈতিক
(খ) রাজনৈতিক
(গ) সামাজিক
(ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর: (ক) অর্থনৈতিক।
৮০. শিংজিয়াং একজন চিনা নাগরিক তিনি অনেকদিন ধরে বাংলাদেশে বসবাস করছেন। তিনি কোন অধিকার বঞ্চিত হবেন?
(ক) আইনগত
(খ) রাজনৈতিক
(গ) সামাজিক
(ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর: (খ) রাজনৈতিক।
৮১. সব রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ থাকে না কাদের?
(ক) নারীদের
(খ) বিদেশিদের
(গ) প্রবীণদের
(ঘ) শিক্ষকদের
সঠিক উত্তর: (খ) বিদেশিদের।
৮২. কোন অধিকারটির মাধ্যমে বাংলাদেশের নাগরিক ও রাজনৈতিক অধিকার প্রাপ্ত হন?
(ক) ভোট প্রদানের অধিকার
(খ) পরিবার গঠনের অধিকার
(গ) মতামত প্রকাশের অধিকার
(ঘ) স্থায়ীভাবে বসবাসের অধিকার
সঠিক উত্তর: (ক) ভোটা প্রদানের অধিকার।
৮৩. কোনটি নাগরিকের সামাজিক অধিকার?
(ক) স্থায়ীভাবে বসবাস করার অধিকার
(খ) অবকাশ লাভের অধিকার
(গ) মতামত প্রকাশের অধিকার
(ঘ) সরকারি চাকরি লাভের অধিকার
সঠিক উত্তর : (গ) মতামত প্রকাশের অধিকার।
৮৪. একটি রাষ্ট্রে কারা ভোট প্রদান অধিকার ভোগ করতে পারে না?
(ক) প্রবাসীরা
(খ) প্রবীণরা
(গ) রাজনৈতিক নেতারা
(ঘ) বিদেশিরা
সঠিক উত্তর: (ঘ) বিদেশিরা।
৮৫. পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার?
(ক) আইনগত
(খ) রাজনৈতিক
(গ) সামাজিক
(ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর: (গ) সামাজিক।
৮৬. রাজনৈতিক অধিকার কোন ধরনের অধিকার ?
(ক) আইনগত
(খ) রাজনৈতিক
(গ) সাংস্কৃতিক
(ঘ) সামাজিক
সঠিক উত্তর: (ক) আইনগত
৮৭. কোন অধিকার ভঙ্গকারীকে শাস্তি দেওয়া হয় না ?
(ক) সামাজিক অধিকার
(খ) অর্থনৈতিক অধিকার
(গ) সাংস্কৃতিক অধিকার
(ঘ) নৈতিক অধিকার
সঠিক উত্তর: (ঘ) নৈতিক অধিকার।
৮৮. কোন অধিকার ভোগের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষাভাবে অংশ নেয় ?
(ক) তথ্যের অধিকার
(খ) রাজনৈতিক অধিকার
(গ) নৈতিক অধিকার
(ঘ) সামাজিক অধিকার
সঠিক উত্তর: (খ) রাজনৈতিক অধিকার।
৮৯. অধিকার ভোগের মাধ্যমে নাগরিকের কোনটির বিকাশ ঘটে?
(ক) ব্যক্তিত্বের
(খ) শিক্ষার
(গ) মূল্যবোধের
(ঘ) আচরণের
সঠিক উত্তর: (ক) ব্যক্তিত্বের।
৯০. জীবনধারণের অধিকার কী জাতীয় অধিকার?
(ক) সামাজিক
(খ) রাজনৈতিক
(গ) অর্থনৈতিক
(ঘ) নৈতিক
সঠিক উত্তর: (গ) অর্থনৈতিক।
৯১. অধিকার ভোগ করতে হলে প্রয়োজন-
(র) সঠিক ভোটাধিকার প্রয়োগ
(রর) সরকারি কাজে সহযোগিতা করা
(ররর) অন্যকে পথ চলতে সহযোগিতা করা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র,রর ও ররর
সঠিক উত্তর: (ক) র ও রর