রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০
নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

একাত্তরের দিনগুলি

৩৭. দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি অবদান রয়েছে-

1

র. সাহিত্যিকদের

রর. শিল্পীদের

ররর. কলাকুশলীদের

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

৩৮. রুমীর বাবার বন্ধু সুজা সাহেব পেশায় কী ছিলেন?

ক) ফ্লাইট লেফটেন্যান্ট

খ) ডাক্তার

গ) ইঞ্জিনিয়ার

ঘ) সাংবাদিক

সঠিক উত্তর : গ) ইঞ্জিনিয়ার

৩৯. মতিয়ুর রহমানের স্ত্রী ছিলেন মনিরুজ্জামানের-

ক) বোন

খ) মেয়ে

গ) ভাগ্নি

ঘ) শালী

সঠিক উত্তর : ঘ) শালী

৪০. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা পাঠ করতেন না-

র. সৈয়দ আলী আহসান

রর. কামরুল হাসান

ররর. ইন্দ্রমোহন রাজবংশী

নিচের কোনটি সঠিক?

ক) র খ)রর

গ) ররর ঘ) রর ও ররর

সঠিক উত্তর : গ) ররর

৪১. জাহানারা ইমামের কোন গ্রন্থ সর্বত্র সমাদৃত?

ক) গজকচ্ছপ

খ) প্রবাদের দিনগুলি

গ) একাত্তরের দিনগুলি

ঘ) সাতটি তারার ঝিকিমিকি

সঠিক উত্তর : গ) একাত্তরের দিনগুলি

৪২. সাহিত্যকর্মে অবদানের জন্য জাহানারা ইমাম কোন পুরস্কার অর্জন করেন?

ক) একুশে পদক

খ) বাংলা একাডেমী পুরস্কার

গ) আনন্দ পুরস্কার

ঘ) অলক্ত সাহিত্য পদক

সঠিক উত্তর : খ) বাংলা একাডেমী পুরস্কার

৪৩. জাহানারা ইমাম কোন কলেজে অধ্যাপনা করেন?

ক) ইডেন কলেজ

খ) ঢাকা সিটি কলেজ

গ) ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ

ঘ) জগন্নাথ কলেজ

সঠিক উত্তর : গ) ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ

৪৪. 'নির্লজ্জ মিথ্যাভাষণে ভরা বিবৃতি' বলতে কী বোঝ?

ক) বিবৃতি দেওয়ানোর কূটকৌশল

খ) বেয়নেটের মুখে দেওয়া বিবৃতি

গ) গোয়েবলসের মতো বিবৃতি

ঘ) বুদ্ধিজীবী ও শিল্পীর দেওয়া বিবৃতি

সঠিক উত্তর : খ) বেয়নেটের মুখে দেওয়া বিবৃতি

৪৫. কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী কবে ছিল?

ক) ২৫ মে মঙ্গলবার ১৯৭১

খ) ২৬ মে মঙ্গলবার ১৯৭১

গ) ২৭ মে বুধবার ১৯৭১

ঘ) ২৮ মে বৃহস্পতিবার ১৯৭১

সঠিক উত্তর : ক) ২৫ মে মঙ্গলবার ১৯৭১

৪৬. 'গাজুরিয়া মাইর' শব্দের সঠিক ব্যাখ্যা কারা দিতে পারবে বলে রুমীর ধারণা?

ক) কলকাতার বন্ধুরা

খ) ঢাকাইয়া বন্ধুরা

গ) বরিশালের বন্ধুরা

ঘ) রাজশাহীর বন্ধুরা

সঠিক উত্তর : খ) ঢাকাইয়া বন্ধুরা

৪৭. কারও বাড়িতে যদি হাই-ব্রিড টি-রোজের গাছ থাকে এবং তাতে কালচে মেরুন রঙের গোলাপ ফোটে তাহলে সেই গোলাপের নাম হতে পারে-

র. বুকানিয়ার

রর. এনা হার্কনেস

ররর. বনি প্রিন্স

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : খ) রর ও ররর

৪৮. জাহানারা ইমাম শিক্ষকতা করেছেন-

র. সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে

রর. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ররর. ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : গ) র ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে