বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

জানার আছে অনকে কছিু

বিষয় : ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী
  ০৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
জানার আছে অনকে কছিু
গারো উপজাতি

প্রশ্ন : সাঁওতাল ভাষা-

উত্তর : সাঁওতালি।

1

প্রশ্ন : ত্রিপুরা ভাষা-

উত্তর : কশবরক।

প্রশ্ন : গারো ভাষা-

উত্তর : আচিক খুসিক/মান্দি।

প্রশ্ন : মুরং ভাষা-

উত্তর : ম্রো।

প্রশ্ন : মণিপুরী ভাষা-

উত্তর : মৈ তৈ/মণিপুরী।

প্রশ্ন : রাখাইন ভাষা-

উত্তর : আরাকানি/রাখাইন ভাষা।

প্রশ্ন : ওরাওঁ ভাষা-

উত্তর : কুরুখ/শাদরি।

প্রশ্ন : খাসিয়া ভাষা-

উত্তর : মন খেমে।

প্রশ্ন : হাজং ভাষা-

উত্তর : হাজং।

প্রশ্ন : রাজবংশী ভাষা-

উত্তর : কামরূপী রাজবংশী।

প্রশ্ন : কোল ভাষা-

উত্তর : কোল/মান্দারি/খেড়োয়াড়ি।

উপজাতিদের ধর্ম

প্রশ্ন : বৌদ্ধ ধর্মের অনুসারী

উত্তর : চাকমা, মারমা, মুরং, রাখাইন

প্রশ্ন : সনাতন ধর্মের অনুসারী

উত্তর : সাঁওতাল, ত্রিপুরা, মণিপুরী

প্রশ্ন : খ্রিষ্টান ধর্মের অনুসারী

উত্তর : গারো, খাসিয়া

প্রশ্ন : ইসলাম ধর্মের অনুসারী-

উত্তর : পাঙন, মৈ তৈ পাঙন, লাউয়া

প্রশ্ন : প্রকৃতির উপাসক

উত্তর : ওরাওঁ

উপজাতিদের উৎসব

চাকমা

বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বিজু। ফাল্গুনী পূর্ণিমা এদের ধর্মীয় উৎসব।

মারমা

মারমা বর্ষবরণ উৎসবের নাম সাংগ্রাই।

রাখাইন

রাখাইন বড় ধর্মীয় উৎসব- বুদ্ধপূর্ণিমা। বর্ষবরণ উৎসবের নাম সান্দ্রে।

মুরং

মুরংদের দেবতার নাম ওরেং। মুরং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম ছিয়াছত।

গারো

গারোদের ধর্মীয় অনুষ্ঠানের নাম ওয়ানগালা। বর্ষবরণ উৎসব বৈসাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে