শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাবিতে শিক্ষাবিষয়ক লেকচার

শিক্ষা জগৎ ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৩, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগে 'এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন মর্ডানাইজেশন অব জাপান' শীর্ষক চতুর্থ জাইকা চেয়ার লেকচার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) যৌথ উদ্যোগে শিক্ষাবিষয়ক এই লেকচার অনুষ্ঠিত হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে ১০ অক্টোবর এ লেকচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ মি. ইচিগুচি তোমোহিদে। স্বাগত বক্তব্য

রাখেন জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর মো. জাহাঙ্গীর আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে