শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০

তৃতীয় অধ্যায় :(২য় অংশ)

৯৫. উক্ত সমস্যা সমাধানের জন্য দায়ী-

র) নিরক্ষরতা রর) কুসংস্কার ররর) অসচেতনতা

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও রর ঘ) র, রর ও ররর

উত্তর:ঘ) র, রর ও ররর

৯৬. বাল্যবিবাহের কারণে নারীরা-

র) প্রকৃত ক্ষমতায়নের স্বাদ পায়

রর) কর্মদক্ষতা অর্জনের সুযোগ পায় না

ররর) শ্রমবাজার প্রবেশ করতে পারে না

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর:গ) রর ও ররর

৯৭. বিবাহের প্রাথমিক শর্ত কী?

ক) পিতা-মাতার সম্মতি

খ) পরিবারের মর্যাদা

গ) গায়ের রং

ঘ) ছেলেমেয়ের উপযুক্ত বয়স

উত্তর: ঘ) ছেলেমেয়ের উপযুক্ত বয়স

৯৮. কোন ক্ষেত্রে বাল্যবিবাহ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে?

ক) জনসংখ্যাস্ফীতি খ) মাদকাসক্তি

গ) পুষ্টিহীনতা ঘ) বেকারত্ব

উত্তর: ঘ) বেকারত্ব

৯৯. মেয়েদের সন্তান জন্মদানের বয়সসীমা কত?

ক) ১৫-৪৯ খ) ১৮-৫০

গ) ১৫-৬০ ঘ) ১৪-৪৮

উত্তর: ক) ১৫-৪৯

১০০. বাল্যবিবাহের প্রধান কারণ কোনটি?

ক) প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়

খ) মেয়েদের অর্থনৈতিক নির্ভরশীলতা

গ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

ঘ) রাজনৈতিক অস্থিতিশীলতা

উত্তর:খ) মেয়েদের অর্থনৈতিক নির্ভরশীলতা

১০১. কোন দশক থেকে বাংলাদেশের মাদকের সূচনা হয়েছে?

ক) পঞ্চাশের খ) ষাটের

গ) সত্তরের ঘ) আশির

উত্তর:ঘ) আশির

১০২. সাধারণভাবে মাদকাসক্তি বলতে কী বোঝায়?

ক) ওষুধের প্রতি আসক্তি

খ) কোনো একটি বিশেষ দ্রব্যের প্রতি আসক্তি

গ) ঘুমের ওষুধের প্রতি আসক্তি

ঘ) মাদকদ্রব্যের প্রতি আসক্তি

উত্তর: ঘ) মাদকদ্রব্যের প্রতি আসক্তি

১০৩. মাদকাসক্তি কোন ধরনের ধারণা?

\হক) মনো-দৈহিক খ) স্নায়বিক

গ) মনো-সামাজিক ঘ) আন্তঃব্যক্তিক

উত্তর: খ) স্নায়বিক

১০৪. যুবসমাজের মধ্যে মাদক গ্রহণের প্রধান কারণ হলো-

র) হতাশা থেকে মুক্তি

রর) নিজেকে ব্যতিক্রমী হিসেবে উপস্থাপন

ররর) বেকারত্ব

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: খ) র ও ররর

১০৫. কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রণীত হয়?

ক) ১৯৮৮ সালে খ) ১৯৮৫ সালে

গ) ১৯৯০ সালে ঘ) ১৯৮৯ সালে

উত্তর: ঘ) ১৯৮৯ সালে

১০৬. কোনটি বাংলাদেশের মাদক বিস্তারের অন্যতম কারণ?

ক) দারিদ্র্য খ) ভৌগোলিক অবস্থা

গ) সাংস্কৃতিক অবস্থা ঘ) রাজনৈতিক অস্থিতিশীলতা

উত্তর:খ) ভৌগোলিক অবস্থা

১০৭. নিচের কোনটি মাদক উৎপাদন জোন?

ক) গোল্ডেন ট্রায়াঙ্গল খ) রেড জোন

গ) সিলভার জোন ঘ) গোল্ডেন জোন

উত্তর: ক) গোল্ডেন ট্রায়াঙ্গল

১০৮. কোনটি মাদকদ্রব্যের প্রসার বেশি হওয়ার কারণ?

ক) রাজনৈতিক শিথিলতা

খ) অবাধে আমদানি-রপ্তানি

গ) অবাধে ক্রয়-বিক্রয় ঘ) প্রশাসনিক দুর্বলতা

উত্তর: ঘ) প্রশাসনিক দুর্বলতা

১০৯. মাদকাসক্তি দূরীকরণে কোনটির প্রয়োজন?

ক) সরকারি-বেসরকারি উদ্যোগ

খ) সুনির্দিষ্ট ভাতা

গ) পাঠ্যপুস্তকের জ্ঞান

ঘ) বন্ধু-বান্ধবের সাথে সুসম্পর্ক

উত্তর:ক) সরকারি-বেসরকারি উদ্যোগ

১১০. যুবসমাজের মাদক গ্রহণের সবচেয়ে বড় কারণ হলো-

র) হতাশা থেকে মুক্তি

রর) নিজেকে ব্যতিক্রমী হিসেবে উপস্থাপন

ররর) বেকারত্ব

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর:খ) র ও ররর

১১১. মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনের সমাজকর্মীরা কোন বিষয়ে গুরুত্ব দেন?

ক) মনো-সামাজিক অনুধ্যান

খ) হস্তক্ষেপ কৌশলের প্রয়োগ

গ) নীতিমালা প্রণয়ন

ঘ) আন্তঃব্যক্তিক সম্পর্ক

উত্তর: ঘ) আন্তঃব্যক্তিক সম্পর্ক

১১২. মাদকের প্রাথমিক ক্রেতা কারা?

ক) শিশুরা খ) নারীরা

গ) যুবকরা ঘ) কিশোররা

উত্তর: গ) যুবকরা

১১৩. আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কোনটি?

ক) ১৩ জুন খ) ১৪ জুন

গ) ২৬ জুন ঘ) ১৮ জুন

উত্তর: গ) ২৬ জুন

১১৪. আমাদের সম্ভাবনাময় যুবসমাজ ধ্বংসের মুখে কেন?

ক) মাদকাসক্তির কারণে খ) আধুনিক প্রযুক্তির কারণে

গ) সাংস্কৃতিক বৈষম্যের কারণে ঘ) রাজনৈতিক কারণে

উত্তর: ক) মাদকাসক্তির কারণে

১১৫. গ্রিক শব্দ অঁঃড়ং-এর বাংলা প্রতিশব্দ কী?

ক) সংবৃতি খ) মানসিকতা

গ) স্বয়ং ঘ) রোগ বিশেষ

উত্তর: গ) স্বয়ং

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে