শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০

চতুর্দশ অধ্যায়

৪০। উদ্দীপকের আলোচনায় কোন নেতার চরিত্র ফুটে উঠেছে?

(ক) মওলানা ভাসানী

(খ) সুরঞ্জিত সেনগুপ্ত

(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(ঘ) আব্দুল জলিল

সঠিক উত্তর :(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪১। আলোচ্য নেতার গৃহীত পদক্ষেপ-

(র) সংবিধান প্রণয়ন ১৯৭২

(রর) পাঁচশালা পরিকল্পনা ১৯৭৩

(ররর) সাধারণ নির্বাচন ১৯৭৩

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

\হসঠিক উত্তর :(ঘ) র, রর ও ররর

৪২। 'গণপরিষদ আদেশ' জারি করা হয় কেন?

(র) বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে

(রর) গণপরিষদের দলীয় নেতা নির্বাচনের উদ্দেশ্যে

(ররর) গণপিষদের একাত্মা প্রকাশ করার জন্য

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :(ক) র

৪৩। বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ কয়টি আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতি অর্জন করে?

(ক) ১৩টি (খ) ১৪টি

(গ) ১৫টি (ঘ) ১৬টি

সঠিক উত্তর :(খ) ১৪টি

৪৪। সংবিধানে কোনটি মূলভাষা হিসেবে গ্রহণ করা হয়?

(ক) বাংলা (খ) ইংরেজি

(গ) হিন্দি (ঘ) আরবি

সঠিক উত্তর : (ক) বাংলা

৪৫। সরকার পদ্ধতির পরিবর্তন আনা হয় কীভাবে?

(ক) সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে

(খ) সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে

(গ) সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে

(ঘ) সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে

সঠিক উত্তর :(ঘ) সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে

৪৬। পররাষ্ট্রনীতির মূল কথা হলো-

(র) শান্তিপূর্ণ সহাবস্থান

(রর) সবার সঙ্গে বন্ধুত্ব

(ররর) কারও সঙ্গে আন্তরিক সম্পর্ক নয়

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও রর

৪৭। বঙ্গবন্ধুর বুকে কয়টি গুলির আঘাত পাওয়া যায়?

(ক) ১৬টি (খ) ১৭টি

(গ) ১৮টি (ঘ) ১৯টি

সঠিক উত্তর :(গ) ১৮টি

৪৮। বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ বিশ্বের কয়টি রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে?

(ক) ১৩০টি (খ) ১৩১টি

(গ) ১৩২টি (ঘ) ১৩৩টি

সঠিক উত্তর : (ক) ১৩০টি

৪৯। বাংলাদেশের সর্বোচ্চ দলিল-

(ক) লিখিত (খ) অলিখিত

(গ) সুপরিবর্তনীয় (ঘ) লিখিত ও দুষ্পরিবর্তনীয়

সঠিক উত্তর : (ঘ) লিখিত ও দুষ্পরিবর্তনীয়

৫০। বাংলাদেশের সংবিধান প্রণয়নের সাথে কোনটির সাদৃশ্য রয়েছে?

(ক) শিক্ষাপরিষদ আদেশ (খ) গণপরিষদ আদেশ

(গ) সেনাপ্রধানের আদেশ (ঘ) বঙ্গপরিষদ আদেশ

\হসঠিক উত্তর :(খ) গণপরিষদ আদেশ

৫১। বাংলাদেশের সর্বোচ্চ দলিল কোনটি?

(ক) সংবিধান (খ) আদালত

(গ) আইন (ঘ) জাতীয় সংসদ

সঠিক উত্তর :(ক) সংবিধান

৫২। বাংলাদেশের জনগণ এ সংবিধান লাভ করে

(র) দীর্ঘ সংগ্রামের বিনিময়ে

(রর) ত্যাগের বিনিময়ে

(ররর) রক্তের বিনিময়ে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :(ঘ) র, রর ও ররর

৫৩। 'অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কখন?

(ক) ১০ জানুয়ারি ১৯৭২ (খ) ১১ জানুয়ারি ১৯৭২

(গ) ১২ জানুয়ারি ১৯৭২ (ঘ) ১৩ জানুয়ারি ১৯৭২

সঠিক উত্তর : (গ) ১২ জানুয়ারি ১৯৭২

৫৪। বাংলাদেশ ভূখন্ড এক বিধ্বস্ত জনপদে পরিণত হওয়ার কারণ হিসেবে পাকিস্তান বাহিনীর কোন নীতিটি অধিক যুক্তিযুক্ত?

(ক) পোড়ামাটি নীতি (খ) কাদামাটি নীতি

(গ) পক্ষপাত নীতি (ঘ) একপেশি নীতি

সঠিক উত্তর : (ক) পোড়ামাটি নীতি

৫৫। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অবস্থা কেমন ছিল?

(ক) অনাকাঙ্ক্ষিত (খ) ভয়াবহ

(গ) আশাহত (ঘ) খুব ভালো

সঠিক উত্তর :(খ) ভয়াবহ

৫৬। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(খ) এম মনসুর আলী

(গ) কমরেড মণি সিং

(ঘ) তাজউদ্দীন আহমদ

সঠিক উত্তর : (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৫৭। বিশ্ববিদ্যালয় আইন পাস হয় কখন?

(ক) ১৯৭০ সালে

(খ) ১৯৭১ সালে

(গ) ১৯৭২ সালে

(ঘ) ১৯৭৩ সালে

সঠিক উত্তর : (ঘ) ১৯৭৩ সালে

৫৮। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে বলা হতো

(ক) প্রথম বিশ্বের দেশ

(খ) দ্বিতীয় বিশ্বের দেশ

(গ) তৃতীয় বিশ্বের দেশ

(ঘ) চতুর্থ বিশ্বের দেশ

সঠিক উত্তর : (গ) তৃতীয় বিশ্বের দেশ

৫৯। বঙ্গবন্ধুর সাথে জঘন্য বিশ্বাসঘাতকতা করেছিলেন কে?

(ক) খন্দকার মোস্তাক

(খ) এম মনসুর আলী

(গ) সৈয়দ নজরুল ইসলাম (ঘ) তাজউদ্দীন আহমদ

সঠিক উত্তর :(ক) খন্দকার মোস্তাক

৬০। প্রথম পাঁচশালা পরিকল্পনা হয় কত তারিখে?

(ক) ৫ মার্চ ১৯৭১ (খ) ১৭ এপ্রিল ১৯৭২

(গ) ১ জুলাই ১৯৭৩ (ঘ) ১৭ আগস্ট ১৯৭৩

সঠিক উত্তর : (গ) ১ জুলাই ১৯৭৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে