শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাবিতে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ১১ অক্টোবর ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাবি উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ডক্টর অসীম সরকার, কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় পৃথক ৪টি ইভেন্টে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে