শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০

তৃতীয় অধ্যায় :(২য় অংশ)

১১৬. ইংরেজি অঁঃরংস শব্দের অর্থ কী?

ক) সংবৃতি খ) আত্মসংবৃতি

গ) পরসংবৃতি ঘ) দল সংবৃতি

উত্তর: খ) আত্মসংবৃতি

১১৭. অটোস অটিজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় কত সালে?

ক) ১৯৪৩ সালে খ) ১৯৪৫ সালে

গ) ১৯৪৭ সালে ঘ) ১৯৫০ সালে

উত্তর: ক) ১৯৪৩ সালে

উদ্দীপক টেবিলটি পড়ে ১১৮ ও ১১৯নং প্রশ্নের উত্তর দাও।

'তারুণ্যের আলো' শিশু নিবাসে পরিচালিত একটি জরিপে দেখা যায়, এখানকার শিশুরা অন্যের সাথে মিশতে চায় না। তারা একা একা খেলতে পছন্দ করে। তাদের মেজাজ খিটখিটে এবং তারা প্রচন্ড রাগী।

১১৮. উদ্দীপকের শিশুদের কি হিসেবে আখ্যায়িত করা যায়?

ক) অস্বাভাবিক শিশু খ) অটিস্টিক

গ) প্রতিবন্ধী ঘ) মানসিক ভারসাম্যহীন

উত্তর: খ) অটিস্টিক

১১৯. উক্ত শিশুদের সমস্যা পরিলক্ষিত হয়-

র) সামাজিকতার ক্ষেত্রে

রর) আচরণের ক্ষেত্রে

ররর) শারীরিক বিকাশের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

১২০. অঝউ-এর পূর্ণরূপ কী?

ক) অঁঃরংস ঝঢ়বপঃৎঁস উরংড়ৎফবৎ

খ) অঁঃবংঃরপ ঝঢ়বপঃৎঁস উরংড়ৎফবৎ

গ) অঁঃরংস ঝঢ়বপঃৎঁস উরংঃঁৎন

ঘ) অঁঃড়সধঃরপ ঝঢ়বপঃৎঁস উরংড়ৎফবৎ

উত্তর: ক) অঁঃরংস ঝঢ়বপঃৎঁস উরংড়ৎফবৎ

১২১.অটিজম শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য-

র. তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু

রর. তারা মানব বৈচিত্র্য ও চ্যালেঞ্জিং শিশু

ররর. তারা সাধারণ শিশু

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

১২২. আন্তর্জাতিক অটিজম বিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন কে?

ক) সায়মা ওয়াজেদ পুতুল খ) ড. মুহাম্মদ ইউনুস

গ) ভ্যালোরি টেইলর ঘ) জয়া আহসান

উত্তর: ক) সায়মা ওয়াজেদ পুতুল

১২৩. অটিস্টিক শিশুদের ইতিবাচক দিক কোনটি?

ক) একরোখা খ) শান্ত

গ) চঞ্চল ঘ) উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন

উত্তর: ঘ) উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন

১২৪. নিচের কোনটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা?

ক) অটিজম খ) মাদকাসক্ত

গ) দরিদ্রতা ঘ) বেকারত্ব

উত্তর: ক) অটিজম

১২৫. 'ঞযব চড়ঢ়ঁষধঃরড়হ ইড়সন' গ্রন্থের লেখক কে?

ক) পল এনরিখ খ) অগবার্ন

গ)র্ যাগনার নার্কস ঘ) গিলিন এবং গিলিন

উত্তর: ক) পল এনরিখ

১২৬. অটিজম জন্মের কত বছরের মধ্যে প্রকাশ পায়?

ক) পাঁচ বছর খ) চার বছর

গ) দুই বছর ঘ) তিন বছর

উত্তর: ঘ) তিন বছর

১২৭. অটিজম সচেতনতা দিবস কোনটি?

ক) ২ মার্চ খ) ২৩ মার্চ

গ) ৩ এপ্রিল ঘ) ২ এপ্রিল

উত্তর: ঘ) ২ এপ্রিল

১২৮. অটিজম কী?

ক) মস্তিষ্কের বিকাশ সংশ্লিষ্ট প্রতিবন্ধিতা

খ) দৈহিক প্রতিবন্ধিতা

গ) বুদ্ধি প্রতিবন্ধীতা

ঘ মানসিক প্রতিবন্ধিতা

উত্তর: ক) মস্তিষ্কের বিকাশ সংশ্লিষ্ট প্রতিবন্ধিতা

১২৯. অটিজমের বৈশিষ্ট্য হলো-

র. দুই বছরের মধ্যে লক্ষণ প্রকাশিত হয়

রর. মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা

ররর. অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

১৩০. বৈশ্বিক উষ্ণায়ন কী?

ক) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি খ) গ্রিন হাউস গ্যাস

গ) সূর্যের তাপ বিকিরণ ঘ) বায়ুর চাপ বৃদ্ধি

উত্তর: ক) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে