শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চতুর্থ শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০

প্রশ্ন : বস্তুর ওজন ও আয়তনের মধ্যে পার্থক্য কী?

উত্তর : ওজন ও আয়তন পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন-

প্রশ্ন: বস্তুর ওজন কী? ওজন পরিমাপের যন্ত্র ও একক উলেস্নখ কর। একটি চালের দানার যে ওজন আছে তা তুমি কীভাবে প্রমাণ করবে?

উত্তর : কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুটির ওজন।

ওজন পরিমাপের যন্ত্র হলো দাঁড়িপালস্না বা নিক্তি এবং একক হলো গ্রাম বা কিলোগ্রাম (কেজি)।

একটি চালের দানার যে ওজন আছে তা আমি দাঁড়িপালস্নার সাহায্যে প্রমাণ করতে পারি। দাঁড়িপালস্নার এক প্রান্তে চালের দানাটিকে রাখি এবং দাঁড়িপালস্নাটির অবস্থার কী পরিবর্তন হয় তা লক্ষ করি। দেখা যায়, চালের দানাটি যেদিকে, দাঁড়াপালস্নাটিও সেদিকে হেলে পড়ে। এ পরীক্ষা থেকে আমি প্রমাণ করতে পারি, চালের দানার ওজন আছে।

প্রশ্ন : তোমার বাসায় থাকা ফুটবলটির ভেতরে কী রয়েছে? এর ভেতরে থাকা বস্তুর বৈশিষ্ট্য লেখ। তুমি ফুটবলটিকে চাপ দিলেও তা চুপসে যায় না কেন? ব্যাখ্যা করো।

উত্তর : আমার বাসায় থাকা ফুটবলটির ভেতরে রয়েছে বায়ু, যা একটি পদার্থ।

ফুটবলের ভেতরে থাকা বায়ুর বৈশিষ্ট্যগুলো হলো-

\হবায়ু জায়গা দখল করে।

\হবায়ুর ওজন আছে।

\হবায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে।

আমি ফুটবলটিকে চাপ দিলেও তা চুপসে যায় না। এর কারণ ফুটবলের ভেতরে থাকা বায়ুর বিপরীতমুখী চাপ। আমি যখন ফুটবলটিকে আঘাত করি বা চাপ দিই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। অর্থাৎ এর ভেতরে থাকা বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এ কারণেই চাপ দিলেও ফুটবলটি চুপসে যায় না।

আমাদের জীবনে তথ্য

শূন্যস্থান পূরণ কর।

১) আমাদের জীবনকে সহজ করে তথ্য ও প্রযুক্তি।

২) গুহার দেয়ালে ছবি এঁকে বা এর সাহায্যে মানুষ তথ্য সংরক্ষণ করত।

৩) তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তথ্যের।

৪) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে বলা হয়।

৫) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে করে।

৬) আইসিটিকে প্রধানত ভাগে ভাগ করা যায়।

৭) যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে বছর আগে।

৮) প্রাচীনকালে মানুষ সংকেত পাঠিয়ে ও বাজিয়ে যোগাযোগ করত।

৯) মাধ্যমে, সরাসরি মানুষকে করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি।

১০) প্রয়োজনীয় তথ্যটি উৎস ও উপায়ে সংগ্রহ করতে হবে।

১১) তথ্যটি সংগ্রহের সময় অবশ্যই তা করতে হবে।

১২) তথ্য পূর্বে সংরক্ষিত তথ্য সুন্দরভাবে সাজাতে হবে।

১৩) আবিষ্কারের ফলে মানুষ অনেক তথ্য বইতে ছাপিয়ে সংরক্ষণ করতে শুরু করে।

উত্তর : ১) যোগাযোগ, ২) লিথোগ্রাফ, ৩) বিনিময়। ৪) আইসিটি, ৫) সহজ, ৬) দুই, ৭) হাজার, ৮) ধোঁয়ার, ঢোল, ৯) পর্যবেক্ষণের, জিজ্ঞাসা, ১০) নির্ভরযোগ্য, সর্বোত্তম, ১১) সংরক্ষণ, ১২) বিনিময়ের, ১৩) ছাপাখানা।

সঠিক উত্তরটি খাতায় লেখ।

১) কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি?

ক. ধোঁয়ার সংকেত খ. ইন্টারনেট

গ. বার্তাবাহী পায়রা ঘ. ঢাক

উত্তর : খ. ইন্টারনেট

২) তোমার বন্ধুর অভিজ্ঞতার তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি?

ক. রেডিও শোনা খ. টিভি দেখা

গ. বইপড়া ঘ. বন্ধুকে জিজ্ঞেস করা

উত্তর : ঘ. বন্ধুকে জিজ্ঞেস করা

বামপাশের শব্দের সাথে ডানপাশের শব্দের মিল করি।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে