শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং

ফাহাদ হোসেন, সহকারী শিক্ষক ফিন্যান্স ও ব্যাংকিং, শেখ রাসেল ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রূপগঞ্জ
  ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০

অর্থের সময়মূল্য

প্রশ্ন : অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে কোনটি জড়িত?

উত্তর : অর্থের সময়মূল্যের ধারণা।

প্রশ্ন : বর্তমান মূল্য নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে?

উত্তর : বাট্টাকরণ পদ্ধতিতে।

প্রশ্ন : অর্থের সময় মূল্য কী?

উত্তর : সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে।

প্রশ্ন : ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে?

উত্তর : চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে।

প্রশ্ন : চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কী?

উত্তর : সুদাসলের ওপর সুদ ধার্য করার পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি।

প্রশ্ন : আজকের ১০০ টাকা ভবিষ্যতের ১০০ টাকা থেকে-

উত্তর : অধিকতর মূল্যবান।

প্রশ্ন : অর্থের সময়মূল্যের মূল কারণ কোনটি?

উত্তর : সুদের হার।

প্রশ্ন : সরল সুদ কোনটি?

উত্তর : শুধুমাত্র আসলের ওপর সুদ ধার্য করার পদ্ধতিকে বলা হয় সরল সুদ পদ্ধতি।

প্রশ্ন : ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথেই অর্থের কোনটি জড়িত?

উত্তর : অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ।

প্রশ্ন : প্রকৃত সুদের হার কী?

উত্তর : একজন ঋণগ্রহণকারী প্রকৃতভাবেই যে সুদ প্রদান করে থাকে, তাকে প্রকৃত সুদের হার বলে।

প্রশ্ন : নগদ প্রবাহ কী?

উত্তর : সাধারণত একটি প্রতিষ্ঠানে নগদের আগমন ও নির্গমনকে নগদ প্রবাহ বলে।

প্রশ্ন : চক্রবৃদ্ধির মানকে প্রকাশ করা হয় কোনটি দ্বারা?

উত্তর : স

প্রশ্ন : নগদ আন্তঃপ্রবাহ কী?

উত্তর : সাধারণত পণ্যদ্রব্য ও সেবা বিক্রয় হতে অর্থের যে প্রবাহ ঘটে, তাকে নগদ আন্তঃপ্রবাহ বলে।

প্রশ্ন : চক্রবৃদ্ধির বিভিন্ন মান নির্দেশ-

উত্তর : বার্ষিকের ক্ষেত্রে ১, অর্ধবার্ষিকের ক্ষেত্রে ২, ষাণ্মাসিকের ক্ষেত্রে ৪, দ্বিবার্ষিকের ক্ষেত্রে ৬, মাসিকের ক্ষেত্রে ১২ এবং সাপ্তাহিক হলে ৫২।

প্রশ্ন : নগদ বহিঃপ্রবাহ কী?

উত্তর : কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান এবং অন্যান্য পরিচালন ব্যয়ের জন্য অর্থের যে প্রবাহ ঘটে, তাকে নগদ আন্তঃপ্রবাহ বলে।

প্রশ্ন : বার্ষিক সুদের অপর নাম কী?

উত্তর : নামিক সুদের হার।

প্রশ্ন :সুযোগ ব্যয় কী?

উত্তর : একটি প্রকল্প গ্রহণের ফলে অন্য একটি প্রকল্পের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে।

প্রশ্ন : ব্যাংকে টাকা রাখলে চক্রবৃদ্ধি হয়-

উত্তর : মাসিক ভিত্তিতে।

প্রশ্ন : রুল-৭২ কী?

উত্তর : একটি বিনিয়োগ কত বছরে বা কত হার সুদে দ্বিগুণ হবে সেটি নির্ণয় করার পদ্ধতিকে রুল-৭২ বলে।

প্রশ্ন : সুদের হারের সাথে অর্থের সময়মূল্যের হ্রাস-বৃদ্ধির সম্পর্কটি কীরূপ?

উত্তর : বর্তমান মূল্যের সাথে বিপরীতমুখী এবং ভবিষ্যৎ মূল্যের সাথে সমমুখী।

প্রশ্ন : ঋণ গ্রহণের আগে কোনটি বিবেচনা করতে হয়?

উত্তর :কিস্তি পরিশোধের ক্ষমতা।

প্রশ্ন : ঊঅজ এর পূর্ণরূপ কী?

উত্তর : ঊভভবপঃরাব অহহঁধষ জধঃব.

প্রশ্ন : বর্তমান মূল্য কাকে বলে?

উত্তর : ভবিষ্যতে প্রাপ্ত কোন অর্থের আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে।

প্রশ্ন : ভবিষ্যৎ মূল্য কাকে বলে?

উত্তর : আজকের প্রদানকৃত বা প্রাপ্ত অর্থের নির্দিষ্ট সময় পরের মূল্যকে ভবিষ্যৎ মূল্য বলে।

ঝুঁকি ও অনিশ্চয়তা

প্রশ্ন : প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের লক্ষ্য অর্জনে বাধা দেয় কোনটি?

উত্তর : ঝুঁকি ও অনিশ্চয়তা।

প্রশ্ন : বিচু্যতি থেকে কী তৈরি হয়?

উত্তর : ঝুঁকি।

প্রশ্ন : ঝুঁকি কী?

উত্তর : প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের ব্যবধানকে ঝুঁকি বলে।

প্রশ্ন : অনিশ্চয়তা কী?

উত্তর : অপ্রত্যাশিত কোন কিছু ঘটার সম্ভাবনা, যেটি পরিমাপযোগ্য নয়, তাকে অনিশ্চয়তা বলে।

প্রশ্ন : আয়ের উত্থান-পতন বেশি হলে-

উত্তর : ঝুঁকিও বেশি হয়।

প্রশ্ন : সব ঝুঁকি অনিশ্চয়তা হলেও সব অনিশ্চয়তা-

উত্তর : ঝুঁকি নয়।

প্রশ্ন : ঝুঁকি পরিমাপ করা গেলেও অনিশ্চয়তা-

উত্তর : পরিমাপযোগ্য নয়।

প্রশ্ন : ব্যবসায়িক ঝুঁকি কী?

উত্তর : পরিচালন ব্যয় মেটানোর অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয়, তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে।

প্রশ্ন : আর্থিক ঝুঁকি কী?

উত্তর : দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয়, তাকে আর্থিক ঝুঁকি বলে।

প্রশ্ন : সুদ-হারের ঝুঁকি কী?

উত্তর : সুদের হার পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে সুদ-হারের ঝুঁকি বলে।

প্রশ্ন : সুদ হার বাড়লে-

উত্তর : বিনিয়োগের বাজারমূল্য কমে।

প্রশ্ন : সুদ হার কমলে-

উত্তর : বিনিয়োগের বাজারমূল্য বাড়ে।

প্রশ্ন : তারল্য ঝুঁকি কী?

উত্তর : বিনিয়োগের হাতিয়ারকে দ্রম্নত

নগদায়ন করতে না পারার ঝুঁকিকে তারল্য ঝুঁকি বলে।

প্রশ্ন : বন্ড ও ডিবেঞ্চারে বিনিয়োগকারীরা কোনো ঝুঁকি মোকাবিলা করে?

উত্তর : সুদ-হারের ঝুঁকি।

প্রশ্ন :আদর্শ বিচু্যতির মান বড় হলে, কী নির্দেশ করে?

উত্তর : অধিক ঝুঁকি।

প্রশ্ন : আদর্শ বিচু্যতির মান ছোট হলে, কী নির্দেশ করে?

উত্তর : কম ঝুঁকি।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে