শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং

ফাহাদ হোসেন, সহকারী শিক্ষক ফিন্যান্স ও ব্যাংকিং, শেখ রাসেল ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রূপগঞ্জ য়
  ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০

ঝুঁকি ও অনিশ্চয়তা

প্রশ্ন : শেয়ার, বন্ড, ডিবেঞ্চারে বিনিয়োগকারীরা কোন ঝুঁকি মোকাবিলা করে?

উত্তর : তারল্য ঝুঁকি।

প্রশ্ন : কোন প্রতিষ্ঠানের তারল্য ঝুঁকি কম?

উত্তর : কোম্পানি।

প্রশ্ন : কোন প্রতিষ্ঠানের তারল্য ঝুঁকি বেশি?

উত্তর : এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের।

প্রশ্ন : ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে কোনটির ওপর?

উত্তর : পণ্যের বাজার চাহিদার ওপর।

প্রশ্ন : ঝুঁকিমুক্ত আয় কী?

উত্তর : যে বিনিয়োগের প্রত্যাশিত এবং প্রকৃত আয় সমান, তাকে ঝুঁকিমুক্ত আয় বলে। যেমন- ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড।

প্রশ্ন : ঝুঁকিবহুল আয় কী?

উত্তর : যে বিনিয়োগের প্রত্যাশিত এবং প্রকৃত আয় সমান নয়, তাকে ঝুঁকিযুক্ত আয় বলে। যেমন- শেয়ার।

প্রশ্ন : আদর্শ বিচু্যতি কী?

উত্তর : ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতিকে আদর্শ বিচু্যতি বলে।

প্রশ্ন : অতীতে অর্জিত আয় থেকে কী পরিমাপ করা যায়?

উত্তর : ঝুঁকি।

প্রশ্ন : আদর্শ বিচু্যতি কোন ধরনের পদ্ধতি?

উত্তর : পরিসংখ্যানিক পদ্ধতি।

প্রশ্ন : কোনটির কারণে প্রত্যাশিত ও প্রকৃত আয়ের মধ্যে পার্থক্য হয়?

উত্তর : অনিশ্চয়তা।

প্রশ্ন : শ্রমিকের বেতন, কাঁচামাল ক্রয়, অফিস ভাড়া, বীমা খরচ ইত্যাদি কোন ধরনের ঝুঁকি তৈরি করে?

উত্তর : ব্যবসায়িক ঝুঁকি

মূলধনী আয়-ব্যয় প্রাক্কলন

প্রশ্ন : যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে কোন সিদ্ধান্তের উপর?

উত্তর : দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের উপর।

প্রশ্ন : মূলধন বাজেটিং কী?

উত্তর : দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে।

প্রশ্ন : অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি?

উত্তর : মূলধন বাজেটিং।

প্রশ্ন : ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?

উত্তর : মুনাফা অর্জন।

প্রশ্ন : স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকায়ন ও প্রতিস্থাপনের জন্য কোন তহবিলের প্রয়োজন হয়?

উত্তর :বড় অংকের তহবিল।

প্রশ্ন : মূলধন বাজেটিং-এর অধিকাংশ সিদ্ধান্ত কীসের উপর নির্ভরশীল?

উত্তর : ভবিষ্যতের উপর।

প্রশ্ন : দীর্ঘমেয়াদি বিনিয়োগে কোনটি নিরূপণ করা প্রয়োজন?

উত্তর : ঝুঁকি ও ঝুঁকির গ্রহণযোগ্যতা।

প্রশ্ন : দীর্ঘমেয়াদি বিনিয়োগের সব ক্ষেত্রেই কোনটি প্রয়োগ করা হয়?

উত্তর : মূলধন বাজেটিং।

প্রশ্ন : পণ্য বৈচিত্রায়ণ বলতে কী বোঝায়?

উত্তর : নতুন নতুন পণ্য বাজারে ছাড়ার প্রক্রিয়াকে পণ্য বৈচিত্রায়ণ বলে। এর ফলে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস হয়।

প্রশ্ন : মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?

উত্তর : নগদ প্রবাহ প্রাক্কলন।

প্রশ্ন : মূলধন বাজেটিং প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি?

উত্তর : মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ।

প্রশ্ন : প্রতিষ্ঠানের আয়ের ফলে কোনটি পাওয়া যায়?

উত্তর : নগদ আন্তঃপ্রবাহ।

প্রশ্ন : প্রতিষ্ঠানের ব্যয়ের ফলে কোনটি পাওয়া যায়?

উত্তর : নগদ বহিঃপ্রবাহ।

প্রশ্ন : নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে প্রয়োজন কোনটি?

উত্তর : বাট্টা হার নির্ধারণ।

প্রশ্ন : মূলধন বাজেটিং পদ্ধতি কয়টি?

উত্তর : ৪টি। যথা- গড় মুনাফার হার পদ্ধতি, পে-ব্যাক সময় পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি, এবং অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি।

প্রশ্ন : মূলধন বাজেটিং-এর সরল ও জনপ্রিয় পদ্ধতি কোনটি?

উত্তর : পে-ব্যাক সময় পদ্ধতি।

প্রশ্ন : গড় মুনাফার হার যত বেশি তত-

উত্তর : ভালো।

প্রশ্ন : পে-ব্যাক সময় পদ্ধতি কাকে বলে?

উত্তর : একটি প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ কত সময়ে ফেরত আসবে সেটি নির্ণয় করার পদ্ধতিকে পে-ব্যাক সময় পদ্ধতি বলে।

প্রশ্ন : পে-ব্যাক সময় যত কম তত-

উত্তর : ভালো।

প্রশ্ন : নগদ প্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলে?

উত্তর : অবচয়।

প্রশ্ন : মূলধন বাজেটিং-এর অন্যতম উদ্দেশ্য কী?

উত্তর : বিনিয়োগের লাভজনকতা নির্ণয়।

প্রশ্ন : মূলধন বাজেটিং-এর ব্যর্থতার দায়ভার কাকে নিতে হয়?

উত্তর : অর্থ ব্যবস্থাপককে।

প্রশ্ন : মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টা হার হিসেবে কোনটি ব্যবহার করা হয়?

উত্তর : মূলধন খরচ।

প্রশ্ন : অজজ- এর পূর্ণরূপ কী?

উত্তর : অপপড়ঁহঃরহম/আবৎধমব জধঃব ড়ভ জবঃঁৎহ.

প্রশ্ন : চইচ- এর পূর্ণরূপ কী?

উত্তর : চধুনধপশ চবৎরড়ফ.

প্রশ্ন : ঘচঠ- এর পূর্ণরূপ কী?

উত্তর: ঘবঃ চৎবংবহঃ ঠধষঁব.

প্রশ্ন : ওজজ- এর পূর্ণরূপ কী?

উত্তর : ওহঃবৎহধষ জধঃব ড়ভ জবঃঁৎহ.

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে