বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রাবিতে কার্যকর পাঠদান ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ

শিক্ষা জগৎ ডেস্ক
  ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাবিতে কার্যকর পাঠদান ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কার্যকর পাঠদান ও মূল্যায়নবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। একাডেমিক শিক্ষার গুণগত মান ঠিক রাখার লক্ষ্যেই ২৯ জানুয়ারি থেকে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক মশিহুর রহমান।

এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১ ফেব্রম্নয়ারি পর্যন্ত চলবে। এতে অংশ নিচ্ছেন বিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদের ২০০ জন শিক্ষক। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে রয়েছেন আকিউএসির পরিচালক অধ্যাপক ফারহিন হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে