বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

হাবিপ্রবিতে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাবিপ্রবিতে সমঝোতা স্মারক স্বাক্ষর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সঙ্গে ইরানের ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে ৩০ জানুয়ারি ভার্চুয়ালি এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাবিপ্রবির পক্ষে এতে স্বাক্ষর করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম কামরুজ্জামান। ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্বাস আফখামি। ওই সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় আরও উপস্থিত ছিলেন, হাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, আইআরটি এর পরিচালক, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক, অ্যাকাডেমিক শাখা, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তারা। ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ডি-৮ অ্যাডভাইজার ডক্টর মাজাহের আহমাদি, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক মিলাদ সাকিসহ অন্যান্যরা। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম কামরুজ্জামান।

উলেস্নখ্য, সরকার দেশের ৫টি বিশ্ববিদ্যালয়কে ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য মনোনয়ন দিয়েছে। এর মধ্যে হাবিপ্রবি আছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বশেমুরকৃবি, শাবিপ্রবি, খুবি এবং যবিপ্রবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে