শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

এসএসসি অর্থনীতি

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
এসএসসি অর্থনীতি

১. 'অর্থশাস্ত্র' গ্রন্থের লেখক কে?

ক. এল রবিন্স খ. স্যামুয়েলসন

গ. কৌটিলা ঘ. অ্যাডাম স্মিথ

উত্তর :ক. এল রবিন্স

২. কোন মহাদেশে 'বাণিজ্যবাদের' প্রসার ঘটে?

ক. এশিয়া খ. ইউরোপ

গ. আফ্রিকা ঘ. আমেরিকা

উত্তর :খ. ইউরোপ

৩. প্রথম দিকে অর্থনীতি বিষয় উপস্থাপন করেছে-

র. অ্যাডাম স্মিথ

রর. রিকার্ডো

ররর. জন স্টয়ার্ট মিল

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৪. মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্ক কীরূপ?

ক. সমমুখী খ. বিপরীতমুখী

গ. নিম্নমুখী ঘ. উভয়মুখী

উত্তর :খ. বিপরীতমুখী

৫. অর্থনৈতিক দ্রব্য আমরা কীভাবে পেয়ে থাকি?

ক. মূল্য প্রদান করে খ. সময় ব্যয় করে

গ. শ্রম ব্যয় করে ঘ. চাহিদার মাধ্যমে

উত্তর :ক. মূল্য প্রদান করে

৬. অর্থনৈতিক কাজ কোনটি?

ক. সন্তানের পরিচর্যা খ. ছিনতাই করা

গ. শ্রমিকের কাজ ঘ. শখ করে বাগান করা

উত্তর :গ. শ্রমিকের কাজ

উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :

রফিক মিয়া একজন চাকরিজীবী। তিনি প্রতি মাসে ৩০,০০০ টাকা বেতন পান। খরচ শেষে প্রতি মাসে তিনি ২,০০০ টাকা ব্যাংকে জমা করেন।

৭. রফিকের টাকা জমানোকে অর্থনীতিতে কী বলে?

ক. সঞ্চয় খ. বিনিয়োগ

গ. উৎপাদন ঘ. সুযোগ ব্যয়

উত্তর :ক. সঞ্চয়

৮. রফিকের এ জমানো টাকা-

র. মূলধন বৃদ্ধি করে

রর. উৎপাদন বৃদ্ধি করে

ররর. বিনিয়োগ বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৯. ভোগের পরিমাণ বাড়লে, মোট উপযোগ্ত

ক. ক্রমহ্রাসমান হারে বাড়ে

খ. ক্রমবর্ধমান হারে বাড়ে

গ. ক্রমহ্রাসমান হারে কমে

ঘ. সমহারে বাড়ে

উত্তর :ক. ক্রমহ্রাসমান হারে বাড়ে

১০. আমাদের সব আকাঙ্ক্ষাকে বলা যায় না কোনটি?

ক. উপযোগ খ. চাহিদা

গ. অভাব ঘ. যোগান

উত্তর :খ. চাহিদা

১১. কোনো দ্রব্যের চাহিদা অধিক নির্ভর করে কীসের ওপর?

ক. দ্রব্যের যোগানের ওপর

খ. ভোক্তার রুচির ওপর

গ. দ্রব্যের মূল্যের ওপর

ঘ. বিকল্প দ্রব্যের ওপর

উত্তর :গ. দ্রব্যের মূল্যের ওপর

১২. চাহিদা বিধিটির অনুমিত শর্তগুলো হলো-

র. ক্রেতা যুক্তিশীল

রর. রুচি অপরিবর্তনীয়

ররর. অভ্যাস পরিবর্তনীয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

১৩. যোগান বিধিটি কার দৃষ্টিকোণ হতে চিন্তা করা হয়?

ক. ক্রেতার খ. ভোক্তার

গ. উৎপাদকের ঘ. সঞ্চয়কারীর

উত্তর :গ. উৎপাদকের

১৪. অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?

ক. চাহিদা খ. ভোগ

গ. বণ্টন ঘ. উৎপাদন

উত্তর :ঘ. উৎপাদন

১৫. অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?

ক. উপযোগ সৃষ্টি করা খ. চাহিদা সৃষ্টি করা

গ. বিনিয়োগ সৃষ্টি করা ঘ. যোগান সৃষ্টি করা

উত্তর :ক. উপযোগ সৃষ্টি করা

১৬. উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?

ক. মূলধন খ. শ্রম

গ. ভূমি ঘ. সংগঠন

উত্তর :গ. ভূমি

উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :

মি. হাসান একটি গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবস্থাপক। তিনি ফ্যাক্টরির খাজনা, কর্মচারীর মজুরি ও কাঁচামালের দাম প্রদান করেন।

১৭. উলিস্নখিত কাজগুলো ব্যবস্থাপকের কী ধরনের কাজ?

ক. নীতিনির্ধারণ খ. তত্ত্বাবধান

গ. বণ্টন ঘ. ঝুঁকি গ্রহণ

উত্তর :গ. বণ্টন

১৮. মি. হাসানকে বলা যায় ্ত

র. সংগঠক রর. উদ্যোক্তা ররর. মালিক

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

১৯. নিট রপ্তানিতে-

ক. আমদানি = রপ্তানি

খ. আমদানি ু রপ্তানি

গ. রপ্তানি + আমদানি

ঘ. রপ্তানি ু আমদানি

উত্তর : ঘ. রপ্তানি ু আমদানি

২০. একটি দেশ উন্নত না অনুন্নত তা কীসের ওপর নির্ভর করে?

ক. মাথাপিছু জিডিপি খ. জিএনপি

গ. জিডিপি ঘ. নিট জাতীয় আয়

উত্তর :ক. মাথাপিছু জিডিপি

২১. কোনটির ফলে এউচ বৃদ্ধি পেতে পারে?

ক. নতুন আবিষ্কার

খ. দক্ষতার উন্নতি

গ. নতুন ডিজাইনের যন্ত্রপাতি

ঘ. সবগুলো

উত্তর :ঘ. সবগুলো

২২. জিডিপি হিসাব বহির্ভূত বিষয়াদি কোনটি?

ক. সরকারি ঋণের সুদ

খ. ব্যক্তি প্রতিষ্ঠানের মুনাফা

গ. সরকারি প্রতিষ্ঠানের মুনাফা

ঘ. ভূমি আয় বা খাজনা

উত্তর :ক. সরকারি ঋণের সুদ

২৩. নিট জাতীয় আয়ে বিবেচিত বিষয় হলো-

র. চূড়ান্ত পর্যায়ের দ্রব্য

রর. চূড়ান্ত পর্যায়ের সেবা

ররর. মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বাদ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে