বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির পড়াশোনা

৪০। উদ্ভিদ কার আবাসস্থল?

ক. মানুষ খ. পাখি

গ. হাতি ঘ. গরু

উত্তর :খ. পাখি

৪১। সুন্দরবনের হরিণ ও বাঘের সংখ্যা ক্রমশ কেন কমে যায়?

ক. বন উজাড় হওয়ার কারেণ

খ. অন্যান্য প্রাণী বৃদ্ধি পাওয়ার কারণে

গ. মাছ ধরার নৌকা চলাচলের কারণে

ঘ. জোয়ার ভাটার কারণে

উত্তর :ক. বন উজাড় হওয়ার কারণে

৪২। উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তিটি ব্যবহার করে?

ক. শব্দ খ. আলো

গ. তাপ ঘ. বিদু্যৎ

উত্তর :খ. আলো

৪৩। সকল প্রাণী বায়ু থেকে গ্রহণ করে

ক. নাইট্রোজেন খ. অক্সিজেন

গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড

উত্তর : খ. অক্সিজেন

৪৪। ক্লোরোফিল হচ্ছে সবুজ কণিকা বা উদ্ভিদের

ক. কার্বন ডাইঅক্সাইড তৈরিতে সাহায্য করে

খ. খাদ্য তৈরিতে সাহায্য করে

গ. মাটির উর্বরতা বৃদ্ধি করে

ঘ. উদ্ভিদের বংশবৃদ্ধি করে

উত্তর :খ. খাদ্য তৈরিতে সাহায্য করে

৪৫। রুমি টবে দুটি ফুল গাছ লাগা দুদিন পর দেখল গাছগুলো মারা গেছে। টবে কীসের অভাব ছিল?

ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড

গ. আলো ঘ. পানি

উত্তর :ঘ. পানি

৪৬। তোমাদের পুকুরে বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয়। মাছগুলো কোন ধরনের জীবের অন্তর্ভুক্ত?

ক. পতঙ্গের খ. পানির গ. মাটির ঘ. খাদক

উত্তর :ঘ. খাদক

৪৭। নিচের কোন সারিটির বেঁচে থাকার জন্য অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়?

ক. আম গাছ ও কাঁঠাল গাছ খ. কাঠাল গাছ ও গাড়ি

গ. বাস এবং ঘোড়া ঘ. হারিকেন এবং বিদু্যৎ

উত্তর : ক. আম গাছ ও কাঁঠাল গাছ

৪৮। নিচের কোন সারির তিনটি উপাদান উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয়?

ক. পানি,তাপ,অক্সিজেন

খ. পানি, কার্বন ডাইঅক্সাইড, সূর্যতাপ

গ. পানি, চিনি, বায়ু

ঘ. পানি, অক্সিজেন, বায়ু

উত্তর :খ. পানি, কার্বন ডাইঅক্সাইড, সূর্যতাপ

৪৯। প্রাণীর বেঁচে থাকার জন্য প্রধানত প্রয়োজন-

ক. হাত, পা ও চোখ খ. চোখ, নাক এবং কান

গ. আলো, মাটি এবং পুষ্টি ঘ. খাদ্য, পানি এবং বায়ু

উত্তর :ঘ. খাদ্য, পানি এবং বায়ু

৫০। একটি মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়াছে সে ক্ষেত্রে কোনটি ঘটবে?

ক. পরাগায়ন খ. বীজের বিস্তরণ

গ. পাতা সৃষ্টি ঘ. ফল সৃষ্টি

উত্তর :ক. পরাগায়ন

৫১। শক্তির মূল উৎস কোনটি?

ক. উদ্ভিদ খ. সূর্যচ

গ. চাঁদ ঘ. প্রাণী

উত্তর :খ. সূর্যচ

৫২। কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?

ক. আলো খ. পানি

গ. খাদ্য ঘ. বাতাস

উত্তর :গ. খাদ্যচ

৫৩। নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল?

ক. ঘাস ফড়িং > ঘাস > সাপ> ব্যাঙ

খ. ব্যাঙ > ঘাস ফড়িং > ঘাস > সাপ

গ. সাপ > ঘাস ফড়িং > ঘাস > ব্যাঙ

ঘ. ঘাস> ঘাস ফড়িং > ব্যাঙ > সাপ

উত্তর :ঘ. ঘাস> ঘাস ফড়িং > ব্যাঙ > সাপ

৫৫। গ্রাম এলাকায় কিছু ব্যক্তি ব্যাঙ ধরে বিক্রি করে। এক্ষেত্রে কী ঘটতে পারে?

ক. পোকামাকড়ের সংখ্যা কমে যাবে

খ. ফসলের উৎপাদন বেড়ে যাবে

গ. পরিবেশের ভারসাম্য নষ্ট হবে

ঘ. পুকুরের মাছ বেড়ে যাবে

উত্তর :পরিবেশের ভারসাম্য নষ্ট হবে

৫৬। যদি কোনো এলাকার ব্যাঙের সংখ্যা কমতে থাকে তাহলে নিচের কোনটি ঘটার সম্ভাবনা বেশি?

ক. ঘাস বড় হয়ে অধিক লম্বা হয়ে যাবে

খ. পাখি বেশি পরিমাণ মাছ খেতে পারবে

গ. মাছের সংখ্যা বৃদ্ধি পাবে

ঘ. ফড়িংয়ের সংখ্যা বৃদ্ধি পাবে

উত্তর :ঘ. ফড়িংয়ের সংখ্যা বৃদ্ধি পাবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে