শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৮৯. ডেটাবেজে উবংপবহফরহম আইকন কোন মেনুর অন্তর্ভুক্ত?

ক. ঋরষব খ. ঐড়সব

গ. ওহংবৎঃ ঘ. উবংরমহ

উত্তর:খ. ঐড়সব

৯০. উবংপবহফরহম আইকনে ক্লিক করা হলে ডেটাসমূহ কীভাবে বিন্যস্ত হবে?

ক. বড় থেকে ছোট ক্রমের দিকে

খ. ছোট থেকে মাঝারি ক্রমের দিকে

গ. আরোহী পদ্ধতিতে

ঘ. বড় থেকে মাঝারি ক্রমের দিকে

উত্তর:ক. বড় থেকে ছোট ক্রমের দিকে

৯১. উধঃধ বিন্যস্তকরণের ফলে কোনো উধঃধনধংব-এর রেকর্ডের কোনটির পরিবর্তন হয়?

ক. ফিল্ডের নাম

খ রেকর্ডের নাম

গ. রেকর্ডের অবস্থান

ঘ. রেকর্ডের অন্তর্ভুক্ত তথ্যসমূহ

উত্তর:গ. রেকর্ডের অবস্থান

৯২. ক্রমিক নম্বর, বয়স প্রভৃতি ফিল্ডের ডাটা বিন্যাসকরণকে কী বলে?

ক. অবরোহী বিন্যাস খ. আরোহী বিন্যাস

গ. সংখ্যাক্রমিক বিন্যাস ঘ. বর্ণানুক্রমিক বিন্যাস

উত্তর:গ. সংখ্যাক্রমিক বিন্যাস

৯৩. নাম, ঠিকানা প্রভৃতি ফিল্ডের ডাটা বিন্যাসকরণকে কী বলে?

ক. সংখ্যানুক্রমিক বিন্যাস

খ. উবংপবহফরহম বিন্যাস

গ. অংপবহফরহম বিন্যাস

ঘ. বর্ণানুক্রমিক বিন্যাস

উত্তর: ঘ. বর্ণানুক্রমিক বিন্যাস

৯৪. তথ্যের বিন্যাস প্রদানের পর পুনরায় পূর্বের অবস্থায় বা বিন্যাসে ফিরিয়ে আনতে কোন কমান্ড ব্যবহার করতে হয়?

ক. ৎবংবঃ খ. ৎবংঃধৎঃ

গ. ৎবভৎবংয ঘ. ঁহফড়

উত্তর: ঘ. ঁহফড়

৯৫. কোনটি তৈরি করে একই কাজ বারবার করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়?

ক. লিংক খ. ম্যাক্রো

গ. ইনডেক্স ঘ. মডিউল

উত্তর:খ. ম্যাক্রো

৯৬. মাইক্রোসফট এক্সেস ডেটাবেজের নাম উইন্ডোর কোন বারে প্রদর্শিত হয়?

ক. গবহঁ খ. ঝপৎড়ষষ

গ. ঞরঃষব ঘ. ঞড়ড়ষ

উত্তর:গ. ঞরঃষব

৯৭. শূন্য ডেটাবেজ উইন্ডোজ আসে কোনটিতে ক্লিক করলে?

ক. ঈৎবধঃব খ. ঋরষব হধসব

গ. ঋড়ষফবৎ ঘ. ঈধহপবষ

উত্তর:ক. ঈৎবধঃব

৯৮. ডেটাবেজ ফাইলের নামকরণের জন্য কোন ঘরে নাম টাইপ করতে হয়?

ক. অষষ চৎড়মৎধস খ. ঋরষব হধসব

গ. ঈৎবধঃব ঘ. ঊফরঃ

উত্তর:খ. ঋরষব হধসব

৯৯. ডেটাবেজ সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায় প্রতিষ্ঠানের-

র. ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম

রর. প্রাপ্য ও প্রদেয় হিসাব

ররর. বার্ষিক রিপোর্ট

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

১০০. ডেটাবেজের মাধ্যমে করা যায়-

র. তথ্য সংরক্ষণ

রর. তথ্য নিয়ন্ত্রণ

ররর. তথ্য ব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

১০১. ডেটাবেজের অন্তর্গত রিপোর্টে পছন্দমতো সংযোজন করা যায়-

র. গ্রাফ রর. চার্ট ররর. ছবি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

১০২. ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে তৈরি করা যায়-

র. মেইলিং লেবেল

রর. টেবিল

ররর. রিপোর্ট

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:খ. র ও ররর

১০৩. কুয়েরিতে বিভিন্ন শর্তারোপ করে ডেটাবেজ থেকে-

র. রিপোর্ট তৈরি করা যায়

রর. রেকর্ডসমূহকে আলাদা করা যায়

ররর. ডেটা টেবিল তৈরি করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:গ. রর ও ররর

১০৪. ডেটাবেজ দুই বা ততোধিক টেবিলে নির্দিষ্ট ফিল্ডের ওপর ভিত্তি করে-

র. রিলেশন তৈরি করা যায়

রর. ডেটা আদান-প্রদান করা যায়

ররর. রিপোর্ট তৈরি করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ক. র ও রর

১০৫. গধপৎড় তৈরির মাধ্যমে ঝরহমষব অপঃরড়হ-এ রূপান্তর করলে-

র. সময় সাশ্রয় হয়

রর. যতবার ইচ্ছা ব্যবহার করা যায়

ররর. বারবার করার ঝামেলা থেকে রেহাই হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে