শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

মুহাম্মদ মুরাদ হাসান সহকারী শিক্ষক চরকুমারিয়া উচ্চ বিদ্যালয় সখিপুর, শরীয়তপুর
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় পরীক্ষার্থীবৃন্দ

তোমাদের জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আসছে ১৫ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা। যার জন্য তোমরা দশটি বছর অপেক্ষা করে আছ। আশাকরি যথাযথ প্রস্তুতি নিয়েই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে এবং পরীক্ষার সপ্তাহ খানের আগেই প্রবেশপত্র পেয়ে যাবে। প্রবেশপত্র হাতে পেয়ে প্রবেশপত্রের পেছনের পেজে পরীক্ষা সংক্রান্ত যে নিয়মাবলী রয়েছে তা মনোযোগ সহকারে একবার পড়ে নিবে। পরীক্ষার দিন যথাসময়ে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করবে। পরীক্ষার দিন সকালে ঘুম থেকে উঠে যেন কোনো কিছু খুঁজতে না হয়; সেজন্য, পরীক্ষার আগের দিন রাতেই স্বচ্ছ ফাইলে কলম, পেন্সিল, রুলার, জ্যামিতিবক্সসহ প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখবে এবং আবশ্যই ঘড়ি, প্রবেশপথ ও রেজিস্ট্রেশন কার্ডসহ। পরীক্ষার আগের দিন বেশি রাত করে ঘুমোতে যাওয়া উচিত নয়। কারণ পরীক্ষার আগের রাতে একটি ফ্রেশ ঘুম হলে পরীক্ষার দিন মাথা ঠান্ডা থাকবে। অবশ্যই পরীক্ষার আগের দিন রাতের খাবার খেয়ে রাত ১০টার মধ্যে ঘুমোতে যেতে হবে। কেন্দ্র থেকে দূরত্ব অনুসারে সকাল ৯টার মধ্যে যেন কেন্দ্রে পৌঁছানো যায় সে অনুযায়ী ঘর থেকে রওনা দিতে হবে। বিশেষ করে যারা সিটিতে থাকো তারা ট্রাফিকজ্যাম সম্পর্কে নিশ্চয় ধারণা রাখ। তাই একটু আগেই রওনা দিবে এবং অবশ্যই স্ব-স্ব প্রতিষ্ঠানের ইউনিফর্ম বা ড্রেস পরিধান করে পরিপাটি হয়ে যাবে। প্রথম দিন একটু আগেই পৌঁছানো ভালো। কেননা, প্রথম দিন কোন হলের কোথায় সিট পড়েছে তা খুঁজে বের করতে হবে এবং বসার সিটে কোনো সমস্যা থাকলে কর্তৃপক্ষকে জানিয়ে সমস্যার সমাধান করে নিতে হবে। উত্তরপত্র বা পরীক্ষার খাতা হাতে পেয়ে প্রথম দিন উত্তরপত্রের শেষ পৃষ্ঠায় উত্তরপত্র লেখার যে নিয়মাবলী রয়েছে তা একনজর দেখে নেবে। যদিও উত্তরপত্র লেখার নিয়ম তোমাদের জানা তথাপিও দেখবে এবং সতর্কতার সঙ্গে ওএমআর সিট পূরণ করবে। যদি কোনো ভুল হয়েই যায় দাঁড়িয়ে ঐ কক্ষের উপস্থিত ওহারমরষধঃড়ৎ এর পরামর্শ নেবে। তারপর খাতা ভাঁজ করে মার্জিন টানবে কিন্তু একটি বড় সমস্যা হলো খাতা ভাঁজ করতে গিয়ে প্রায় ওএমআর সিটসহ ভাঁজ করে ফেলা। এ জন্য এখনই খাতার ভাঁজ শিখে নেবে যেন পরীক্ষার হলে কোনোরকম সমস্যার সম্মুখীন হতে না হয়। এরপর পেন্সিল দিয়ে খাতার মার্জিন টেনে নিবে। অনেকে কলম দিয়ে মার্জিন টেনে থাকে আসলে পেন্সিল দিয়েই মার্জিন টানার নিয়ম।

যখন স্বাক্ষরলিপি আসবে ভালোভাবে দিন, তারিখ ও বিষয় লক্ষ্য করে বহুনির্বাচনি ও লিখিত পরীক্ষার উত্তরপত্রের সিরিয়াল নাম্বার যথাযথ স্থানে সঠিকভাবে তুলে নির্দিষ্ট দিনের স্বাক্ষর সঠিকভাবে দিবে এবং প্রথম দিন যেভাবে স্বাক্ষর দিবে প্রতিদিন সেভাবেই দিবে। তাই, আগেই নিজের স্বাক্ষর ঠিক করে নিবে কীভাবে দিবে। যাই হোক, আগামী ২০ ও ২২ ফেব্রম্নয়ারি ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ের একজন বিষয়ভিত্তিক শিক্ষক হিসেব আমার পরামর্শ হলো- মানসিক প্রস্তুতি হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি। পরীক্ষার হলে সবসময় মানসিকভাবে চাঙা থাকতে হবে। প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথমে একনজর দেখে নিবে। প্রশ্ন যতই কঠিন ও জটিল হোক না কেন, সাহস হারানো যাবে না। এরপর সবচেয়ে সহজ ও ভালোভাবে জানা প্রশ্নের উত্তর সবার আগে দিবে। প্রশ্নের উত্তর যেন ধপপড়ৎফরহম :ড় য়ঁবংঃরড়হ হয় অর্থাৎ প্রশ্নানুসারে যেন উত্তর হয়। এজন্য, প্রশ্ন ভালোভাবে পড়ে ঠিকভাবে বুঝে নিয়ে উত্তর দিবে এবং সহজ-সরল ভাষায় অপ্রাসঙ্গিক কথা না লিখে যথাযথ উত্তর দিবে। এভাবে সহজ থেকে কঠিন ও জটিল প্রশ্নগুলোর উত্তর পর্যায়ক্রমে লিখবে। তবে ৎিরঃরহম উত্তরগুলো একসঙ্গে দেওয়ার চেষ্টা করবে এবং টপিক ঠিক রেখে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করবে, অপ্রয়োজনীয় কথা লিখে উত্তর দীর্ঘায়িত করার প্রয়োজন নেই। প্রশ্নের সবগুলো উত্তরই ভালোভাবে জানা থাকলে প্রশ্নের ক্রমানুসারেই উত্তরগুলো দিও। উত্তর লিখার সময় কাটাছেঁড়া এড়িয়ে স্বচ্ছ-পরিষ্কার এবং লাইন সোজা করে লিখার চেষ্টা করবে। ংবহঃবহপব এবং ংঢ়বষষরহম যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবে এবং যে কোনো প্রশ্নের উত্তর পেজের ওপর থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে লেখার চেষ্টা করবে। যেন পরীক্ষকের চোখে পড়ে এবং উত্তর খুঁজে বের করতে বেগ পেতে না হয় সময়ের দিকে খেয়াল রেখে লিখে যেতে হবে। যেভাবেই হোক যেমনই হোক ভঁষষ ধহংবিৎং করতে হবে। মডেল টেস্টের সময়ই থেকেই পরীক্ষার সময় শেষ হওয়ার ১৫ মিনিট আগেই পরীক্ষা শেষ করার যে চেষ্টা করেছ সেটাই করবে এবং শেষের ১৫ মিনিট রিভিশন করবে। কথা আর দীর্ঘায়িত করবো না। তোমাদের শারীরিক সুস্থতা কামনা করি এবং সুস্থ-সবল থেকে ভালোভাবে পরীক্ষায় অংশ গ্রহণ

করো এই দোয়া ও শুভকামনা রইল যেন

তোমরা তোমাদের প্রত্যাশার চেয়েও ভালো পরীক্ষা দিতে পার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে