মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

জীবনের জন্য পানি

২০. ডায়রিয়া কোন ধরনের রোগ?

ক. বায়ুবাহিত খ. পানিবাহিত

গ. পতঙ্গবাহিত ঘ. ছোঁয়াচে

উত্তর:খ. পানিবাহিত

২১. কোন পানিতে ক্ষতিকর কিছু মিশে থাকে?

ক. পাতিত পানি খ. বিশুদ্ধ পানি

গ. নিরাপদ পানি ঘ. দূষিত পানি

উত্তর:ঘ. দূষিত পানি

২২. জীবনের জন্য কোনটি অবশ্য প্রয়োজনীয়?

ক. পানি খ. বস্তু

গ. মাটি ঘ. শিক্ষা

উত্তর:ঘ. শিক্ষা

২৩. নলকূপের পানিতে কোন বিষাক্ত পদার্থ পাওয়া গিয়েছে?

ক. পারদ খ. আয়রন

গ. আর্সেনিক ঘ. কার্বন

উত্তর:গ. আর্সেনিক

২৪. কোনটি পানিবাহিত রোগ?

ক. যক্ষ্মা খ. কলেরা

গ. জলবসন্ত ঘ. ইনফ্লুয়েঞ্জা

উত্তর:গ. জলবসন্ত

২৫. তোমার বোন ডায়রিয়াতে ভুগছে। তার জন্য খাবার স্যালাইন তৈরির জন্য তুমি কোন পানি ব্যবহার করবে?

ক. নদীর পানি খ. কূপের পানি

গ. ফুটানো পানি ঘ. পুকুরের পানি

উত্তর:গ. ফুটানো পানি

২৬.সুপ্তি জানালা দিয়ে দেখল আকাশে ঘণ মেঘ করেছে। এই মেঘের সৃষ্টি কোনটি থেকে?

ক. নাইট্রোজেন খ. জলীয় বাষ্প

গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন

উত্তর:খ. জলীয় বাষ্প

২৭। পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে?

ক. ছাকন খ. থিতানো

গ. ফুটানো ঘ. ঘনীভবন

উত্তর:খ. থিতানো

২৮. উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন

ক. পানি খ. মাটি

গ. আলোক ঘ. বায়ু

উত্তর:ক. পানি

২৯। কোনটি পানি দূষণের ফলে হয়?

ক. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি খ. ঘুমে ব্যাঘাত সৃষ্টি

গ. ডায়রিয়া

ঘ. মাটির উর্বরতা হ্রাস

উত্তর:গ. ডায়রিয়া

৩০. আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে নিচের কোন উপাদানটি সাহায্য করে?

ক. ভাত খ. পানি

গ. বায়ু ঘ. মাটি.

উত্তর:খ. পানি

৩১. কোনটি ছাড়া আমরা বাঁচতে পারি না?

ক. শিক্ষা খ. বস্ত্র

গ. চিকিৎসা ঘ. পানি

উত্তর:ঘ. পানি

৩২. ছাকনি দিয়ে ছেকে পানি পরিষ্কারের প্রক্রিয়াকে কী বলে?

ক. ফুটানো খ. থিতানো

গ. ছাকন ঘ. রাসায়নিক প্রক্রিয়া

উত্তর:গ. ছাকন

৩৩. উঁচু পর্বতের চূড়ায় পানি কিরূপে থাকে?

ক. পানি খ. জলীয় বাষ্প

গ. শিশির ঘ. বরফ

উত্তর:ঘ. বরফ

৩৪। পুকুর বা নদীর পানি পানের জন্য পুরোপুরি নিরাপদ হয়-

ক. থিতালে খ. ফুটিয়ে নিলে

গ. অল্প ফিটকিরি মিশালে ঘ. ফুটানোর পর ছেকে নিলে

উত্তর:ঘ. ফুটানোর পর ছেকে নিলে

৩৫। পানিকে শীতল করলে কোনটি পাওয়া যায়?

ক. ঠান্ডা পানি খ. বরফ

গ. মেঘ ঘ. শিশির

উত্তর:খ. বরফ

৩৬। নিচের কোনটি পানির প্রাকৃতিক উৎস?

ক. পুকুর খ. টিউবওয়েল

গ. বৃষ্টি ঘ. দীঘি

উত্তর:গ. বৃষ্টি

৩৭. রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে কী বলা হয়?

ক. কুয়াশা খ. শিশির

গ. তুষার ঘ. বরফ

উত্তর:খ. শিশির

৩৮. পানিতে ভাসমান বস্তুকণা এবং বালি নিচের কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়?

ক. ফুটানো খ. থিতানো

গ. ছাকন ঘ. ক ও খ

উত্তর:খ. থিতানো

৩৯. পানি ভূপৃষ্ঠে কীভাবে ফিরে আসে

ক. জলীয় বাষ্পরূপে খ. মেঘ হিসেবে

গ. বৃষ্টি হিসেবে ঘ. ফিরে আসে না

উত্তর:গ. বৃষ্টি হিসেবে

৪০. আকাশে যে মেঘ ভেসে থাকে তা কীভাবে তৈরি হয়?

ক. ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে খ. বরফ গলে

গ. বালিকনা মিশে ঘ. ধোয়া থেকে

উত্তর:ক. ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে

৪১. বন্যাকবলিত এলাকার জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহে কী ব্যবহার করবে?

ক. ফিটকিরি খ. বরিক পাউডার

গ. হ্যালোজেন পাউডার ঘ. ডিডিটি পাউডার

উত্তর:ক. ফিটকিরি

৪২. মেঘ পর্বতের চূড়ায় পৌঁছে কেন?

ক. সাগর পর্বতের নিকটবর্তী হলে খ. মহাকর্ষ বলের প্রভাবে

গ. বায়ুপ্রবাহের কারণে ঘ. তরল অবস্থা থাকে বলে

উত্তর:গ. বায়ুপ্রবাহের কারণে

\হপরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে