মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিবদ্যালয় (ডুয়েট), গাজীপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ ফেব্রম্নয়ারি দিবসটির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম হাবিবুর রহমান। এরপর দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম. হাবিবুর রহমান। এরপর উপাচার্য কোহা ও ইনস্টিটিউশনাল রিপোজিটরি নামের দুটি অনলাইনভিত্তিক কার্যক্রম উদ্বোধন করেন। উপাচার্য লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় সম্প্রসারণ ও আধুনিকায়নকৃত 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার' নামের কর্নারটি পরিদর্শন করেন। লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মো. আকরামুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. মাহমুদ আলম, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ডক্টর মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডক্টর হিমাংশু

ভৌমিক এবং স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডক্টর

মো. সাহাব উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে