রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা য়
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

৫৫. সমাজকর্ম মূল্যবোধকে সমাজকর্মের পথনির্দেশক বলার কারণ-

র. দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও নিয়ন্ত্রণ করে

রর. আচরণ ও কার্যাবলি নিয়ন্ত্রণ করে

ররর. কর্ম অনুশীলনের সহায়ক ও অত্যাবশ্যক

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৫৬. 'মূল্যবোধ কর্মকান্ডের সুনির্দিষ্ট লক্ষ্য নয় বরং লক্ষ্য নির্ণয়ের মানদন্ড।'- উক্তিটি কার?

ক) মরেলেস এবং শেফার খ) এ ই বেন

গ) এম জি থ্যাকারি ঘ) আর এ স্কিডমোর

উত্তর : ক) মরেলেস এবং শেফার

৫৭. যে কোনো পেশার মানদন্ড নির্ধারিত হয়-

ক) সামাজিক মূল্যবোধের ভিত্তিতে

খ) পেশাগত মূল্যবোধের ভিত্তিতে

গ) প্রাতিষ্ঠানিক মূল্যবোধের ভিত্তিতে

ঘ) গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে

উত্তর : খ) পেশাগত মূল্যবোধের ভিত্তিতে

৫৮. ইতিবাচক মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ?

ক) সাধারণ খ) আচরণগত

গ) গুরুত্বভিত্তিক ঘ) কার্যকারিতাভিত্তিক

উত্তর : খ) আচরণগত

৫৯. সামাজিক মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধের অন্তর্ভুক্ত?

ক) কার্যকারিতাভিত্তিক খ) আচরণগত

গ) সাধারণ ঘ) গুরুত্বভিত্তিক

উত্তর : গ) সাধারণ

৬০. সমাজকর্ম মূল্যবোধের ভিত্তি কয়টি?

ক) ২টি খ) ৩টি

গ) ৪টি ঘ) ৫টি

উত্তর : গ) ৪টি

৬১. মানবতাবোধ দিয়ে কিসের ভিত্তি রচিত হয়?

ক) সমাজকর্ম মূল্যবোধের খ) চরম মূল্যবোধের

গ) সামাজিক মূল্যবোধের ঘ) গণতান্ত্রিক মূল্যবোধের

উত্তর : ক) সমাজকর্ম মূল্যবোধের

৬২. আচরণগত ভিত্তিতে মূল্যবোধের যে ভাগ লক্ষ্য করা যায়-

র. মুখ্য মূল্যবোধ রর. ইতিবাচক মূল্যবোধ ররর. নৈতিক মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : খ) রর ও ররর

৬৩. সব সমাজের মূল্যবোধ-

ক) অভিন্ন থাকে খ) পার্থক্য থাকে না

গ) পার্থক্য হয় ঘ) একই থাকে

উত্তর : গ) পার্থক্য হয়

৬৪. বৃত্তি পেশা নয় কেন?

ক) বিশেষ জ্ঞান ও যোগ্যতার অভাব বলে

খ) ভালো বেতন নেই বলে

গ) শারীরিক শ্রমের প্রয়োজন নেই বলে

ঘ) বুদ্ধিভিত্তিক শ্রমের প্রয়োজন বেশি বলে

উত্তর : ক) বিশেষ জ্ঞান ও যোগ্যতার অভাব বলে

৬৫. 'এমন কিছু যা স্বাভাবিকভাবে মূল্যবান বা আকাঙ্ক্ষিত তাই মূল্যবোধ।'- সংজ্ঞাটি কার?

ক) মরেলেস এবং শেফার খ) এম স্পেন্সার

গ) ওয়েবস্টার ঘ) আর এ স্কিডমোর

উত্তর : গ) ওয়েবস্টার

৬৬. ব্যক্তিমর্যাদার-স্বনির্ভরতা অর্জন-শ্রমের মর্যাদা এগুলো স্বীকৃত কোথায়?

ক) সমাজের নিয়ম-নীতিতে খ) সমাজকর্ম মূল্যবোধে

গ) মানুষের স্বাধীনতায় ঘ) সমবায় প্রকল্পে

উত্তর : খ) সমাজকর্ম মূল্যবোধে

৬৭. বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি পেশা হিসেবে স্বীকৃত হওয়ার পেছনে যৌক্তিক কারণ কোনটি?

ক) পেশার সব বৈশিষ্ট্য বিদ্যমান বলে

খ) এটি একটি উত্তম পেশা বলে

গ) সমাজকর্মীদের সামাজিক মর্যাদা আছে বলে

ঘ) এটি সমাজ নিয়ে কাজ করে বলে

উত্তর : ক) পেশার সব বৈশিষ্ট্য বিদ্যমান বলে

৬৮. 'ঝড়পরধষ ড়িৎশ: অ ঢ়ৎড়ভবংংরড়হ ড়ভ সধহু ভধপবং' গ্রন্থটি কার লেখা?

ক) ড অ ঋৎরবফষধহফবৎ খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব

গ) গড়ৎধষং ধহফ ঝযবধভড়ৎ ঘ) জড়নবৎঃ খ ইধৎশবৎ

উত্তর : গ) গড়ৎধষং ধহফ ঝযবধভড়ৎ

৬৯. বাংলাদেশে পেশাদার সমাজকর্ম সুদীর্ঘকাল পরেও পেশার মর্যাদা লাভ করতে সক্ষম না হওয়ার পেছনে যৌক্তিক কারণ হলো-

ক) অর্থনৈতিক সীমাবদ্ধতা খ) আন্তর্জাতিক সহযোগিতার অভাব

গ) পরিকল্পনার অভাব ঘ) পেশাগত সংগঠন ও এজেন্সির স্বল্পতা

উত্তর : ঘ) পেশাগত সংগঠন ও এজেন্সির স্বল্পতা

৭০. 'কোন সত্তা বা বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হলো মূল্যবোধ।' -সংজ্ঞাটি প্রদান করেছেন কে?

ক) গ্রিন উড খ) এনথনি জি ক্যাটান্স

গ) এম ডবিস্নউ পামফ্রে ঘ) আর এ স্কিডমোর

উত্তর : খ) এনথনি জি ক্যাটান্স

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে