সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

৭১. ডাক্তারি একটি পেশা। এর কারণ-

র. উচ্চতর শিক্ষার প্রয়োজন বলে

রর. ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হয় বলে

ররর. ডাক্তারিতে প্রচুর ইনকাম বলে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

৭২. সমাজের প্রচলিত মূল্যবোধকে কয়টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়?

ক) ৫টি খ) ৪টি

গ) ৩টি ঘ) ২টি

\হউত্তর : ঘ) ২টি

৭৩. সুষ্ঠু সামাজিক উন্নয়ন ব্যাহত হওয়ার যৌক্তিক কারণ কোনটি?

র. সমাজের অধিকাংশ মানুষ নিরক্ষর

রর. সমাজের অধিকাংশ মানুষ অসচেতন

ররর. সমাজের অধিকাংশ মানুষ শিক্ষিত

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

\হউত্তর : ক) র ও রর

৭৪. 'ঝড়পরধষ ডড়ৎশ চৎধপঃরপব' গ্রন্থটির রচয়িতা কে?

ক) ঈড়সঢ়ঃড়হ ধহফ এধষধধিু খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব

গ) জড়নবৎঃ খ ইধৎশবৎ ঘ) গড়ৎধষং ধহফ ঝযবধভড়ৎ

উত্তর : খ) ডরষনবৎঃ ঊ. গড়ড়ৎব

উদ্দীপকটি পড়ো এবং ৭৫ ও ৭৬নং প্রশ্নের উত্তর দাও।

নিশ্চিন্তপুর একটি জনসংখ্যাধিক্য গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের অন্যতম উপায় দিনমজুরি, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়। তারা বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন। তাই তারা জন্মনিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, নারী শিক্ষা প্রভৃতিতে বিশ্বাসী নয়। ফলে তারা একটি অনুন্নত জীবনযাপন করে।

৭৫. নিশ্চিন্তপুর গ্রামের অধিকাংশ লোকের জীবিকা নির্বাহের উপায়টি-

ক) বৃত্তি খ) পেশা

গ) চাকরি ঘ) ব্যবসায়

উত্তর : ক) বৃত্তি

৭৬. উদ্দীপকের বর্ণনা মতে নিশ্চিন্তপুর গ্রামের অধিকাংশ লোক আধুনিকতার বাইরে। এর পেছনে যৌক্তিক কারণ কোনটি?

ক) অশিক্ষিত বলে খ) কুসংস্কারাচ্ছন্ন বলে

গ) দরিদ্র বলে ঘ) কূপমন্ডুক বলে

উত্তর : খ) কুসংস্কারাচ্ছন্ন বলে

৭৭. সমাজকে একটি কল্যাণমুখী সমাজে পরিণত করার জন্য কোনটি সর্বাধিক প্রয়োজন বলে মনে কর?

ক) সার্বিক সুষম উন্নয়ন খ) প্রচুর শিল্প কারখানা

গ) প্রচুর ধনী শ্রেণি ঘ) মৌলিক চাহিদা পূরণ

উত্তর: ক) সার্বিক সুষম উন্নয়ন

৭৮. সি এন শঙ্কর রাও কয় ধরনের মূল্যবোধের কথা উলেস্নখ করেছেন?

ক) ২ ধরনের খ) ৩ ধরনের

গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের

উত্তর : গ) ৪ ধরনের

৭৯. সর্বপ্রথম কে সমাজসেবায় পেশাগত প্রশিক্ষণ দানের প্রস্তাব উত্থাপন করেন?

ক) মেরি রিচমন্ড খ) আর্নল্ড টয়েনবি

গ) উইলিয়াম বিভারিজ ঘ) এনা এল ডয়েস

উত্তর : ঘ) এনা এল ডয়েস

৮০. সমস্যা নির্ণয় বলতে কী বোঝায়?

ক) ব্যক্তি সমস্যা চিহ্নিত করা

খ) ব্যক্তির মনোসামাজিক অনুধ্যান করা

গ) সেবাগ্রহীতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা

ঘ) তথ্য সংগ্রহের মাধ্যমে সমাধান করা

উত্তর : ক) ব্যক্তি সমস্যা চিহ্নিত করা

৮১. পেশাদার সমাজকর্ম কোন ধরনের সেবা দানে বিশ্বাসী?

ক) ব্যক্তিগত খ) দলগত

গ) প্রাতিষ্ঠানিক ঘ) আনুষ্ঠানিক

উত্তর : গ) প্রাতিষ্ঠানিক

৮২. পেশা ও বৃত্তির মধ্যে মৌলিক পার্থক্য কোথায়?

ক) জ্ঞানে খ) প্রশিক্ষণে

গ) পারিশ্রমিকে ঘ) নৈতিক মানদন্ডে

উত্তর : ক) জ্ঞানে

৮৩. নিচের কোনটি সমাজকর্মের মূল্যবোধ?

ক) সামাজিক আদর্শ খ) সততা

গ) গোপনীয়তা ঘ) সমবেদনা

উত্তর : গ) গোপনীয়তা

৮৪. ছমির ঢাকা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। রিকশা চালানো তার-

ক) নেশা খ) পেশা

গ) বৃত্তি ঘ) চাকরি

উত্তর : গ) বৃত্তি

৮৫. সমাজকর্ম মূল্যবোধের মূল লক্ষ্য কী?

ক) ব্যক্তির কল্যাণ সাধন খ) মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি

গ) সমাজের নিয়ম-নীতি নির্ধারণ ঘ) সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা

উত্তর : ক) ব্যক্তির কল্যাণ সাধন

৮৬. সমাজকর্ম সাহায্যপ্রার্থীকে কীভাবে সেবা প্রদান করে?

ক) অর্থের মাধ্যমে খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে

গ) উৎসাহ প্রদানের মাধ্যমে ঘ) আইন সহায়তার মধ্যে

উত্তর : খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে