শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৯ মার্চ ২০২৪, ০০:০০

৫০. বাংলাদেশের খাদ্য ঘাটতির যৌক্তিক কারণ হলো-

র. জনসংখ্যা বৃদ্ধি রর. প্রাকৃতিক দুর্যোগ ররর. জমির খন্ড-বিখন্ডতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৫১. নিরাপদ খাদ্য আইন কত সালে প্রণীত হয়?

ক) ২০১০ সালে খ) ২০১১ সালে

গ) ২০১২ সালে ঘ) ২০১৩ সালে

উত্তর : ঘ) ২০১৩ সালে

৫২. বাংলাদেশ বিশ্বের কততম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ?

ক) ১ম খ) ২য়

গ) ৩য় ঘ) ৪র্থ

উত্তর : খ) ২য়

৫৩. নিচের কোনটি বাংলাদেশের সমন্বিত দারিদ্র্য বিমোচন প্রকল্প?

ক) গৃহায়ণ তহবিল খ) আশ্রয়ণ প্রকল্প

গ) ঘরে ফেরা কর্মসূচি ঘ) একটি বাড়ি একটি খামার

উত্তর : খ) আশ্রয়ণ প্রকল্প

৫৪. ঝউএং-তে শিক্ষা বিষয়ক লক্ষ্য কোনটি?

ক) লক্ষ্য-১ খ) লক্ষ্য-২

গ) লক্ষ্য-৩ ঘ) লক্ষ্য-৮

উত্তর : ঘ) লক্ষ্য-৮

৫৫. বয়স্ক ভাতা কবে শুরু হয়?

ক) ১৯৭৪-৭৫ সালে খ) ১৯৯৭-৯৮ সালে

গ) ১৯৯৮-৯৯ সালে ঘ) ২০০৫-০৬ সালে

উত্তর :খ) ১৯৯৭-৯৮ সালে

৫৬. বিধবা ভাতা কবে শুরু হয়?

ক) ১৯৭৪-৭৫ সালে খ) ১৯৯৬-১৯৯৭ সালে

গ) ১৯৯৮-৯৯ সালে ঘ) ২০০৫-০৬ সালে

উত্তর : গ) ১৯৯৮-৯৯ সালে

৫৭. কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচি কবে শুরু হয়?

ক) ১৯৭৫ সালে খ) ১৯৯৭ সালে

গ) ১৯৯৮ সালে ঘ) ২০০৫ সালে

উত্তর : ক) ১৯৭৫ সালে

নিচের উদ্দীপকটি পড়ে ৫৮ ও ৫৯নং প্রশ্নের উত্তর দাও :

লতিফ মিয়া একসময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব-অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমি-জমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন আগের তুলনায় অনেক কমে এসেছে।

৫৮. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

ক) নিরক্ষরতা খ) বেকারত্ব

গ) মাদকাসক্তি ঘ) জনসংখ্যাস্ফীতি

উত্তর :ঘ) জনসংখ্যাস্ফীতি

৫৯. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দেবে-

র. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি

রর. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা

ররর. সার্বিক নিরাপত্তাহীনতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও রর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৬০. সামাজিক নিরাপত্তা মূলত-

ক) অর্থনৈতিক সুরক্ষা খ) রাজনৈতিক সুরক্ষা

গ) শারীরিক সুরক্ষা ঘ) আইনি সুরক্ষা

উত্তর :ক) অর্থনৈতিক সুরক্ষা

৬১. অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু হলো-

ক) ৫৫ বছর খ) ৬০ বছর

গ) ৭২ বছর ঘ) ৭৫ বছর

উত্তর :গ) ৭২ বছর

৬২. চতুর্থ শিল্পবিপস্নব হলো-

ক) বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার গ) ইন্টারনেটের আবিষ্কার

খ) বিদু্যতের আবিষ্কার ঘ) কৃত্তিম বুদ্ধিমত্তার আবিষ্কার

উত্তর : ঘ) কৃত্তিম বুদ্ধিমত্তার আবিষ্কার

৬৩. বাংলাদেশ কত সালে খাদ্যোৎপাদনে (চাল) স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে?

ক) ২০১০ সালে খ) ২০১১ সালে

গ) ২০১২ সালে ঘ) ২০১৩ সালে

উত্তর : ঘ) ২০১৩ সালে

৬৪. সমাজে নানা সমস্যা আর সংকট দেখা দেওয়ার যৌক্তিক কারণ হলো-

র. অতিরিক্ত চাহিদার অপূরণ

রর. মৌলিক চাহিদার অনুরণ

ররর. মানবিক চাহিদার অপূরণ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৬৫. বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি মূলত-

র. লক্ষ্য দলকেন্দ্রিক

রর. গ্রামকেন্দ্রিক

ররর. শহরকেন্দ্রিক

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

৬৬. মানব চাহিদা তত্ত্বের প্রবক্তা কে?

ক) আব্রাহাম মাসলো খ) চার্লট টোলে

গ) জন মিল্টন ঘ) ডক্টর ইব্রাহিম

উত্তর : ক) আব্রাহাম মাসলো

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে