বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
অস্ট্রেলিয়ার সিডনি

প্রশ্ন :বৃহত্তম হ্রদ-

উত্তর :গ্রেট ভিক্টোরিয়া (অস্ট্রেলিয়া)

প্রশ্ন :আয়তনে ক্ষুদ্রতম দেশ-

উত্তর :নাউরুত ২১.৩ বর্গকিলোমিটার

প্রশ্ন :জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ-

উত্তর :টুভ্যালু

প্রশ্ন :দীর্ঘতম নদী-

উত্তর :মারে ডার্লিং

প্রশ্ন :অস্ট্রেলিয়া শব্দের অর্থ-

উত্তর :এশিয়ার দক্ষিণ অঞ্চল

প্রশ্ন :ক্যাঙ্গারুর দেশ বলা হয়-

উত্তর :অস্ট্রেলিয়াকে

প্রশ্ন :অস্ট্রেলিয়ায় সাংবিধানিক রাজতন্ত্র থাকবে কিনা সে প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়-

উত্তর :৬ নভেম্বর, ১৯৯৯

প্রশ্ন :অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী-

উত্তর :কেভিন রাড

প্রশ্ন :ফিজির বৃহত্তম দ্বীপ-

উত্তর :ভিটি লেবু

প্রশ্ন :ফিজির জনসংখ্যার অর্ধেক-

উত্তর :ভারতীয় বংশোদ্ভূত

প্রশ্ন :নতুন সংবিধান অনুযায়ী ফিজির রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক করা হয়েছে-

আদিবাসী সম্প্রদায় থেকে।

প্রশ্ন :ভারতীয় বংশোদ্ভূত যে দুই সরকারপ্রধান অগণতান্ত্রিকভাবে ক্ষমতাচু্যত হন-

উত্তর :থিমোসি বাভাদ্রা ও মহেন্দ্র চৌধুরী

প্রশ্ন :ফিজিতে প্রথমবার সামরিক অভু্যত্থান ঘটে-

উত্তর :১৪ মে, ১৯৮৭

প্রশ্ন :ফিজিতে সর্বশেষ সামরিক অভু্যত্থান ঘটে-

উত্তর :০৪ ডিসেম্বর, ২০০৬

প্রশ্ন :কমনওয়েলথ সর্বশেষ ফিজির সদস্য পদ স্থগিত করে-

উত্তর :০৮ ডিসেম্বর, ২০০৬

প্রশ্ন :কিরিবাতির নতুন রাজধানীর নাম-

উত্তর :বাইরিকি

প্রশ্ন :কিরিবাতির পুরনো রাজধানীর নাম-

উত্তর :তারাওয়া

প্রশ্ন :স্বাধীন মার্শাল দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা ও অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে-

উত্তর :যুক্তরাষ্ট্র

প্রশ্ন :বিখ্যাত রাটক ও রালিফ দ্বীপ দুটি অবস্থিত-

উত্তর :মার্শাল দ্বীপপুঞ্জে

প্রশ্ন :রাটক ও রালিফ শব্দের অর্থ-

উত্তর :সূর্যোদয় ও সূর্যাস্ত

প্রশ্ন :মার্শাল দ্বীপপুঞ্জ জাতিসংঘের অছি পরিষদের অধীন ছিল-

উত্তর :১৯৮৬ সাল পর্যন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে