শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রবাস বন্ধু

১. 'তম্বী' শব্দের অর্থ কী?

ক. বড় দেহ খ. ক্ষীণ দেহ

গ. তিরস্কার ঘ. পুনরায়

উত্তর : গ. তিরস্কার

২. আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?

ক. আচরণের জন্য খ. শারীরিক গঠনের জন্য

গ. বেশি রান্নার জন্য ঘ. বেশি খাওয়ার জন্য

উত্তর : খ. শারীরিক গঠনের জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলং বেড়াতে যায়। সেখানের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝরনা, নদী সব কিছু তাকে গভীরভাবে আকর্ষণ করে। সার্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাবাকে বলে, 'এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দেবে'?

৩. উদ্দীপকের জেরিনের সাথে গল্পের লেখকের চাওয়া একসূত্রে বাঁধা নয়, কারণ লেখক পানশির যেতে চেয়েছিলেন-

ক. অবকাশ যাপনের জন্য

খ. বিনোদনের জন্য

গ. জীবন বাঁচাতে

ঘ. সৌন্দর্য উপভোগের জন্য

উত্তর :গ. জীবন বাঁচাতে

৪. উদ্দীপকের জাফলংয়ের সাথে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির পানশিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায়-

র. প্রাকৃতিক-সৌন্দর্যে

রর. ঋতু-বৈচিত্র্যে

ররর. জীবন-যাত্রায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. রর ও ররর

৫. সৈয়দ মুজতবা আলী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০৩ খ. ১৯০৪

গ. ১৯০৯ ঘ. ১৯১৩

উত্তর :খ. ১৯০৪

৬. করিমগঞ্জ কোথায়?

ক. ঢাকায় খ. আসামে

গ. আফগানিস্তানে ঘ. কলকতায়

উত্তর :খ. আসামে

৭. সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?

ক. আসামের করিমগঞ্জে

খ. কলকাতার বেলাহাটি

গ. বাংলাদেশের শিবপুর

ঘ. বাংলাদেশের মৌলভীবাজার

উত্তর :ঘ. বাংলাদেশের মৌলভীবাজার

৮. সৈয়দ মুজতবা আলী কাবুলের কোন কলেজে অধ্যাপনা করেন?

ক. কৃষি বিজ্ঞান খ. ভূমি বিজ্ঞান

গ. রেশম বিজ্ঞান ঘ. ভাষা বিজ্ঞান

উত্তর : ক. কৃষি বিজ্ঞান

৯. সৈয়দ মুজতাব আলী পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লিখলে তাকে কী করতে হয়?

ক. জেলে যেতে হয় খ. পালিয়ে যেতে হয়

গ. চাকরি ছাড়তে হয় ঘ. আন্দোলন করতে হয়

উত্তর :গ. চাকরি ছাড়তে হয়

১০. নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত?

ক. মাধবিলতা খ. শেষের কবিতা

গ. চাচা কাহিনি ঘ. নূর ইসলাম

উত্তর :গ. চাচা কাহিনি

১১. পঞ্চতন্ত্র কার রচনা?

ক. সৈয়দ মুজতবা আলী খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. প্রমথ চৌধুরী ঘ. কাজী মোতাহার হোসেন

উত্তর :ক. সৈয়দ মুজতবা আলী

১২. সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান?

ক. কলকাতায় খ. আসামে

গ. আসানসোলে ঘ. ঢাকায়

উত্তর :ঘ. ঢাকায়

১৩. সৈয়দ মুজতবা আলী কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৯৭৪ খ. ১৯৭৬

গ. ১৯৯৯ ঘ. ২০০১

উত্তর :ক. ১৯৭৪

১৪. কাবুল থেকে আড়াই মাইল দূরের গ্রামের নাম কী?

ক. খাজামোলস্না খ. পানশির

গ. হরফুনমোলস্না ঘ. ওরভেয়া

উত্তর :ক. খাজামোলস্না

১৫. জিরার কে?

ক. লেখক খ. ব্যবসায়ী

গ. মন্ত্রী ঘ. অধ্যক্ষ

উত্তর :ঘ. অধ্যক্ষ

১৬. 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে ফরাসি জাতের লোক কে?

ক. আবদুর রহমান খ. অধ্যক্ষ জিরার

গ. লেখকের চাকর ঘ. কাবুলের মন্ত্রী

উত্তর : খ. অধ্যক্ষ জিরার

১৭. কে কায়দা মাফিক আবদুর রহমানকে আলাপ করিয়ে দেয়?

ক. মুজতবা আলী খ. হরফুন মৌলা

গ. জিরার সাহেব ঘ. খাজামোলস্না

উত্তর :গ. জিরার সাহেব

১৮. আবদুর রহমান কার চাকর?

ক. লেখকের খ. অধ্যক্ষ কিরারের

গ. আমীর আলীর ঘ. মন্ত্রী সাহেবের

উত্তর :ক. লেখকের

১৯. সব কাজ করে দেবে কে?

ক. অধ্যক্ষ জিরার খ. মাননীয় মন্ত্রী

গ. আবদুর রহমান ঘ. আমীর আলী

উত্তর :গ. আবদুর রহমান

২০. 'জুতো বুরুশ থেকে খুনখারাবি' বলতে কী বোঝানো হয়েছে?

ক. জুতা পলিশ ও খুন করা

খ. ছোট থেকে বড় সব কাজ

গ. ঝগড়া বিবাদ

ঘ. রান্না ও যত্ন করা

উত্তর :খ. ছোট থেকে বড় সব কাজ

২১. 'হরফুন মৌলা' কাকে বলে?

ক. সব কাজ করতে পারে যে

খ. রান্না করতে পারে যে

গ. মারামারি করতে পারে যে

ঘ. সব সময় ঝগড়া করে যে

উত্তর :ক. সব কাজ করতে পারে যে

২২. বিকেলে দেখা হবে বলে কে চলে গেলেন?

ক. আবদুর রহমান খ. অধ্যক্ষ জিরার

গ. মুজতবা আলী ঘ. আমীর আলী

উত্তর :খ. অধ্যক্ষ জিরার

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে