বুধবার, ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ভূরুঙ্গামারীতে প্রাথমিক সহকারি শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১৫:১৮
ভূরুঙ্গামারীতে প্রাথমিক সহকারি শিক্ষকদের লাগাতার কর্মবিরতি
ছবি : যায়যায়দিন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহবানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৩ দফা দাবী আদায়ে লাগাতার কর্ম বিরতি পালন করছেন সহকারী শিক্ষকবৃন্দ।

গত ৫ মে থেকে বিভিন্নভাবে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।

1

শিক্ষকরা জানান, প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদান,১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকপদে শতভাগ পদোন্নতি- এই ৩ দফা দাবিতে দেশ ব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাঁরা।

প্রথম ধাপে গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘন্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এরপর ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি দেয়া হয়। এরপর ২১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দেন তাঁরা।

শিক্ষকরা জানান, এতো কর্মসূচির পরেও কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া না দেওয়ায় ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণদিবস লাগাতার কর্মবিরতি অব্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি মোঃ আলাউদ্দিন আলী জানান, প্রাথমিক সহকারি শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক নীতির নিরসন না করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। চলমান কর্মববরতির কারণে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, আমরা সেটা চাইনা। আশা করি কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবির ব্যাপারে ইতিবাচক সাড়া দেবেন এবং আমরা অতিসত্বর ক্লাসে ফিরে যেতে পারবো।

জেলা প্রাথমিক শিক্ষক সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজীব বলেন, আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। আশা করছি সরকার বাহাদুর আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে শিক্ষকদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে সচেষ্ট হবেন।

এবিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, শিক্ষকদের প্রতি আমরা সবসময়ই শ্রদ্ধাশীল। তবে দাবি আদায়ে এরূপ কর্মসূচি কতটা যৌক্তিক সেটাও ভেবে দেখা দরকার। শিক্ষকদের লাগাতার কর্ম বিরতির খবরটি এখনো আমি অবগত নই। তবে আমি খোঁজ খবর রাখার চেষ্টা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কাজ করবো।

এদিকে, দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের এমন কঠোর কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করেছেন অবিভাবকরা। এ বিষয়ে অতিসত্বর যৌক্তিক সমাধান চান তারাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে