বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, শিক্ষার মান আরও উন্নত করতে হলে শুধু শিক্ষক নয়, অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার (২৭ মে) বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তানজারুল হক তুহিন। এতে আরও বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল হক টুল্লু, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সদরুল ইসলাম সবুজ, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সৈয়দ আহম্মদ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, বিদ্যালয়ের সদস্য ইউসুফ আলী সুইট এবং সোনাতলা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও সৈয়দ আহম্মদ আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রবিউল ইসলাম।
অনুষ্ঠান শেষে সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ও সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন করা হয়।