সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৮ মে ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

'কাকতাড়ুয়া'

১৫৯. কুন্তির মতে কিসের কথা ভাবলে যুদ্ধ করা যায় না?

ক. দেশের কথা খ. মরণের কথা

গ. পরিবারের কথা ঘ. ক্ষুধার কথা

উত্তর :খ. মরণের কথা

১৬০. ফজু কাকা বুধাকে মাটি কাটার দলে নিতে চায় না কেন?

ক. বুধা মুক্তিবাহিনীর পক্ষে বলে

খ. বুধার শরীরে শক্তি কম বিবেচনায়

গ. বুধার অভিজ্ঞতা নেই বলে

ঘ. বুধা মিলিটারিদের সাথে ভাব করেছে বলে

উত্তর :খ. বুধার শরীরে শক্তি কম বিবেচনায়

১৬১. বাঙ্কার কাটার কাজ তদারক করে কে?

ক. আহাদ মুন্সি খ. মতিউর

গ. কুদ্দুস ঘ. ফজু মিয়া

উত্তর :খ. মতিউর

১৬২. বুধা ফজু মিয়ার কাছে বাঙ্কার দেখে আসার অনুমতি চায় কেন?

ক. জীবনে আর দেখার সুযোগ পাবে না বলে

খ. মাইন পুঁতে রেখে আসতে

গ. বাঙ্কারে নিজের নাম লিখে আসতে

ঘ. বাঙ্কারে লুকিয়ে থাকতে

উত্তর :খ. মাইন পুঁতে রেখে আসতে

১৬৩. ফজু মিয়ার মতে বাঙ্কার মিলিটারিদের জন্য কী হবে?

ক. বিছানা খ. ঘর

গ. কবর ঘ. শহর

উত্তর :গ. কবর

১৬৪. বুধা কাকে সালাম করে ভোঁ দৌড় দেয়?

ক. ফজু মিয়াকে খ. চাচীকে

গ. আহাদ মুন্সিকে ঘ. মধুর মাকে

উত্তর :ক. ফজু মিয়াকে

১৬৫. শাহাবুদ্দিন ও বুধা কী খায়?

ক. দই-চিড়ে খ. রুটি-কলা

গ. গুড়-মুড়ি ঘ. ডাল-ভাত

উত্তর :গ. গুড়-মুড়ি

১৬৬. উপন্যাসের মধ্যে ঔপন্যাসিকের জীবনানুভূতির প্রকাশ পাওয়ার কারণ-

র. জীবনের ঘটনার আলোকে উপন্যাস রচনা করেন বলে

রর. উপন্যাসে লেখকরা নিজের ভাবনাকে মিশিয়ে দেন বলে

ররর. উপন্যাসে ঘটনার বর্ণনা থাকে বলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ক. র ও রর

১৬৭. উপন্যাস রচনায় লেখকরা কাহিনীর আশ্রয় নেন-

র. নিজের কথা বলার তাগিদে রর. মনের খেয়ালে

ররর. সমাজের কথা বলার তাগিদে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১৬৮. বুধা তার পরিবার-পরিজনকে হারিয়েছিল-

র. পাকিস্তানি বাহিনীর আক্রমণে

রর. কলেরার মহামারিতে

ররর. একরাতের মধ্যে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

১৬৯. বুধা চাচির বাড়ি ত্যাগ করেছিল-

র. চাচি দারিদ্র্যের কথা তোলায়

রর. নিজের আত্মসম্মানবোধের কারণে

ররর. চাচার অত্যাচারের কারণে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

১৭০. বুধা মিলিটারিদের ওপর প্রতিশোধ নিতে চায়-

র. শাহাবুদ্দিনের কথা শুনে

রর. তারা বাজারের দোকানপাট পুড়িয়ে দেওয়ায়

ররর. ভীষণ ক্ষুব্ধ হওয়ার কারণে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

১৭১. বুধার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো-

র. দেশের মানুষের প্রতি মমত্ববোধ

রর. মিলিটারিদের প্রতি ঘৃণা

ররর. অসীম সাহস

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

১৭২. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা ভীষণ সাহসী হওয়ার কারণ-

র. দেশের মানুষের প্রতি মমত্ববোধ

রর. একা একা বেড়ে ওঠা

ররর. মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

১৭৩. বুধার কাছে রাতদিন সমান হওয়ার কারণ-

র. ওর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই

রর. সবাই ওকে পাগল বলে তাই

ররর. ওর কোনো পিছুটান নেই

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও ররর

১৭৪. বুধা নিজের নিয়মে বড় হওয়ার কারণে-

র. ভয় ওকে কাবু করতে পারে না

রর. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেয়

ররর. চারদিকে খোলা চোখে তাকাতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে