বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৯ মে ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু
বারাসাত বিদ্রোহ

প্রশ্ন :তিতুমীরের বিদ্রোহ-

উত্তর : ১৮৩১ সালের ২৩ অক্টোবর মীর নিসার আলীর (তিতুমীর) নেতৃত্বে সশস্ত্র আন্দোলন হয়।

1

কলকাতার বারাসাত মহকুমার নারিকেলবাড়িয়াতে তার বাঁশের কেলস্না ছিল। কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে বাঁশের

কেলস্নার পতন হয়। তিতুমীরের সেনাপতি ছিলেন গোলাম মাসুম।

প্রশ্ন :নীল বিদ্রোহ-

উত্তর :১৮৫৯-৬০ সালে এ আন্দোলন হয়। বিদ্রোহের কারণ অনুসন্ধান কমিটির নাম 'ইন্ডিগো কমিশন'

(মার্চ ৩১, ১৮৬০)।

প্রশ্ন :নীলচাষিদের ওপর অত্যাচারের কাহিনী নিয়ে রচিত গ্রন্থের নাম-

উত্তর : নীল দর্পণ।

প্রশ্ন :কংগ্রেস-

উত্তর :১৮৮৫ সালে গঠিত। ১ম সভাপতি- উমেশচন্দ্র ব্যাণার্জী। ১ম সাধারণ সম্পাদক- এলান অক্টোভিয়ান হিউম।

প্রশ্ন :বঙ্গভঙ্গ-

উত্তর :১৯০৫ সালের ৫ জুলাই সরকারি ঘোষণার পর ১৬ অক্টোবর এটি কার্যকর হয়।

প্রশ্ন :বঙ্গভঙ্গ রদ-

উত্তর :এটি রদ করেন লর্ড হার্ডিঞ্জ। ১২ ডিসেম্বর, ১৯১১ সালে ইংলান্ডের সম্রাট ৫ম জর্জ দিলিস্নতে বঙ্গভঙ্গ রদ করার সরকারি ঘোষণা দেন। রদকরণ কার্যকর হয় ১ জানুয়ারি, ১৯১২ সালে।

প্রশ্ন :মুসলিম লীগ-

উত্তর :১৯০৬ সালে প্রতিষ্ঠা। ১ম সভাপতি- আগা

খান। প্রস্তাবক- স্যার সলিমুলস্নাহ।

প্রশ্ন :মর্লি-মিন্টো সংস্কার-

উত্তর : ১৯০৯ সালে ভারত সচিব মর্লি ও ভাইসরয় মিন্টোর মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা গঠন সংক্রান্ত প্রস্তাব এবং মুসলমানদের জন্য পৃথক নির্বাচন আইন।

প্রশ্ন :নাথান কমিশন-

উত্তর :১৯১২ সালের ১৩ সদস্য বিশিষ্ট কমিশন। এর মাধ্যমে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন :লক্ষ্নৌ চুক্তি-

উত্তর :১৯১৬ সালের ১৬ ডিসেম্বর কংগ্রেস ও মুসলিম লীগ পরস্পরকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি প্রদান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে