বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

কুতুবদিয়াতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১৫ মে ২০২৫, ১৯:৪৮
কুতুবদিয়াতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার
ছবি : যায়যায়দিন

কক্সবাজারের কুতুবদিয়ায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

সেমিনারে অংশ নেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেইন,উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থী, বিসিএসআইআর প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে, ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও এনজিও এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্টগুলো এখানে উপস্থাপন করেছে। আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা এসেছে এবং তারা দেখেছে। মনে করি আজকের প্রদর্শনীটা আমাদের জন্য কল্যাণকর এবং আমাদের ছাত্রছাত্রীদের বিজ্ঞানের চিন্তাভাবনাটা আরও সম্প্রসারিত করবে সেইসাথে মানুষের উপকারে আসবে বলে ধারণা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে