প্রশ্ন:সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?
উত্তর:জ্যান্থোফিল এর কারণে।
প্রশ্ন:ফলের রং হলুদ হয় কি বেশি হলে?
উত্তর:জ্যান্থোফিল বেশি হলে।
প্রশ্ন:ফুলের পাপড়িতে বিভিন্ন বর্ণের জন্য কে দায়ী?
উত্তর:ক্লোরোপস্নাস্ট।
প্রশ্ন:ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
উত্তর:অ্যামাইটোসিস।
প্রশ্ন:বটগাছের নিষিক্ত ডিম্বক কোথায় পাওয়া যায়?
উত্তর:ফুলের গর্ভাশয়ে।
প্রশ্ন:যখন দুটি কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে কী বলে?
উত্তর:ডিপস্নয়েড।
প্রশ্ন:অস্টিওলজি অর্থ কী?
উত্তর :হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।
প্রশ্ন:অনিয়ন্ত্রিত মাইটোসিস কী সৃষ্টি করে?
উত্তর:ক্যান্সার।
প্রশ্ন:জনন কোষের বিভাজনের ফলে কী উৎপন্ন হয়?
উত্তর:গ্যামেট।
প্রশ্ন:হোমিওপ্যাথির আবিষ্কারক কে?
উত্তর :এস সি এফ হ্যানিমেন।
প্রশ্ন:আলেকজান্ডার ফ্লেমিং কে ছিলেন?
উত্তর :বিজ্ঞানী।
প্রশ্ন:ডুমুরের পুংরেণুর সাথে স্ত্রীরেণুর সংযোগ স্থাপনের মাধ্যমে কী হয়?
উত্তর :কাল পিঁপড়া।
প্রশ্ন:আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর :সিগমন্ড ফ্রয়েড।
প্রশ্ন:ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তর :লিউয়েন হুক।
প্রশ্ন:পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে?
উত্তর :আলেকজান্ডার ফ্লেমিং।
প্রশ্ন:কোনটির টিউমার বা ক্যান্সার নির্ণয়ের জন্য বায়োপসি করা হয়?
উত্তর:কোষের বাহ্যিক গঠনের।
প্রশ্ন:কোনটি বহুকোষী জীব?
উত্তর:বটগাছ।
প্রশ্ন:কোন ধাতু সর্বাপেক্ষা হালকা?
উত্তর:লিথিয়াম।
প্রশ্ন:জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে কি গঠিত হয়?
উত্তর:কালো সোনা।
প্রশ্ন:'অ্যাকোয়া রিজিয়া' বলতে কি বুঝায়?
উত্তর:কনসেনট্রেটেড হাইড্রোক্লোরিক এসিড ও নাইট্রিক এসিডের মিশ্রণ।
প্রশ্ন:হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে বলে?
উত্তর:এনজিও পস্নাস্ট।
প্রশ্ন:রক্তে লোহিত কনিকার কাজ কি?
উত্তর:অক্সিজেন বহন করা।