রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৪ জুলাই ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

মাসি-পিসি

৩৭. মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় মৃতু্যবরণ করেন?

1

ক. কলকাতায় খ. বিক্রমপুরে

গ. নদীয়ায় ঘ. ঢাকায়

উত্তর :ক. কলকাতায়

৩৮. কোন বেলায় খালে পুরো ভাটা?

ক. সকাল বেলায় খ. বিকেল বেলায়

গ. সন্ধ্যে বেলায় ঘ. শেষ বেলা

উত্তর :ঘ. শেষ বেলা

৩৯. জল নেমে গিয়ে কি বেরিয়ে পড়েছে?

ক. ইট-পাটকেল খ. গাছের গুঁড়ি

গ. ভাঙা নৌকা ঘ. ভেজা খড়

উত্তর : ক. ইট-পাটকেল

৪০. মাসি-পিসি জলে কি ভিজিয়ে রাখে?

ক. কাঁথা-কম্বল খ. পুরনো বালিশ

গ. ছেঁড়া কাপড় ঘ. টুপি

উত্তর :ক. কাঁথা-কম্বল

মানব কল্যাণ

১. আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন?

ক. চিন্তাশীল প্রাবন্ধিক খ. মননশীল নাট্যকার

গ. সমাজচিন্তক ঔপন্যাসিক ঘ. যুক্তিশীল কথাশিল্পী

উত্তর : ক. চিন্তাশীল প্রাবন্ধিক

২. 'চৌচির' কোন ধরনের রচনা?

ক. উপন্যাস খ. ছোটগল্প

গ. নাটক ঘ. প্রবন্ধ

উত্তর :ক. উপন্যাস

৩. আবুল ফজলের লেখা 'রাঙা প্রভাত' কোন জাতীয় রচনা?

ক. উপন্যাস খ. নাটক

গ. ছোটগল্প ঘ. প্রবন্ধ

উত্তর : ক. উপন্যাস

৪. আবুল ফজলের লেখা 'মৃতের আত্মহত্যা' কোন জাতীয় গ্রন্থ?

ক. উপন্যাস খ. গল্পগ্রন্থ

গ. ছোটগল্প ঘ. প্রবন্ধ

উত্তর :গ. ছোটগল্প

৫. নিচের কোনটির রচয়িতা আবুল ফজল?

ক. সাহিত্য সংস্কৃতি সাধনা

খ. সংস্কৃতির ভাঙা সেতু

গ. সংস্কৃতি কথা

ঘ. সভ্যতার সংকট

উত্তর : ক. সাহিত্য সংস্কৃতি সাধনা

৬. 'সাহিত্য সংস্কৃতি ও জীবন' রচনাটির লেখক কে?

ক. আখতারুজ্জামান ইলিয়াস

খ. রোকেয়া সাখাওয়াত হোসেন

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. আবুল ফজল

উত্তর : ঘ. আবুল ফজল

৭. 'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ক. আখতারুজ্জামান ইলিয়াস

খ. রোকেয়া সাখাওয়াত হোসেন

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. আবুল ফজল

উত্তর :ঘ. আবুল ফজল

৮. নিচের কোনটি আবুল ফজলের প্রবন্ধ জাতীয় রচনা?

ক. মাটির পৃথিবী

খ. মৃতের আত্মহত্যা

গ. একুশ মানে মাথা নত না করা

ঘ. দুর্দিনের দিনলিপি

উত্তর :গ. একুশ মানে মাথা নত না করা

৯. 'রেখাচিত্র' কোন জাতীয় রচনা?

ক. উপন্যাস খ. গল্পগ্রন্থ

গ. ছোটগল্প ঘ. দিনলিপি

উত্তর :ঘ. দিনলিপি

১০. 'দুর্দিনের দিনলিপি' কে রচনা করেছেন?

ক. আখতারুজ্জামান ইলিয়াস

খ. রোকেয়া সাখাওয়াত হোসেন

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. আবুল ফজল

উত্তর :ঘ. আবুল ফজল

১১. সাহিত্যকৃতীর জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হন?

ক. একুশে পদক খ. স্বাধীনতা পদক

গ. শিল্পকলা পদক ঘ. বাংলা একাডেমি

উত্তর : ঘ. বাংলা একাডেমি

১২. আবুল ফজল কত খ্রিষ্টাব্দে মৃতু্যবরণ করেন?

ক. ১৯৭৩ খ. ১৯৮৩

গ. ১৯৯৩ ঘ. ২০০৩

উত্তর : খ. ১৯৮৩

১৩. আবুল ফজলের মৃতু্য তারিখ কোনটি?

ক. ৪ মার্চ খ. ৪ জুন

গ. ৪ মে ঘ. ৪ এপ্রিল

উত্তর :গ. ৪ মে

১৪. আবুল ফজল কোথায় মৃতু্যবরণ করেন?

ক. সিলেটে খ. ঢাকায়

গ. চট্টগ্রামে ঘ. বরিশালে

উত্তর : গ. চট্টগ্রামে

১৫. আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়?

ক. মানব-মর্যাদা খ. পরোপকার

গ. মনুষ্যত্ববোধ ঘ. মানব-কল্যাণ

উত্তর : ঘ. মানব-কল্যাণ

১৬. এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করি কেন?

ক. উপলব্ধিহীনতার কারণে

খ. মানসিক বিকারগ্রস্ততার কারণে

গ. যথার্থ উপলব্ধির কারণে

ঘ. মানবহিতৈষী মনোভাবের কারণে

উত্তর : ক. উপলব্ধিহীনতার কারণে

১৭. কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব-মর্যাদাকে ক্ষুণ্ন করে?

ক. ভিক্ষা প্রদান করা

খ. অন্যকে সাহায্য-সহযোগিতা করা

গ. অপরের ব্যথায় ব্যথিত হওয়া

ঘ. মানবসেবায় নিয়োজিত হওয়া

উত্তর : ক. ভিক্ষা প্রদান করা

১৮. কোন বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না?

ক. মানুষকে অপমানিত করার

খ. মানুষকে বঞ্চিত করার

গ. মানব-মর্যাদাকে ক্ষুণ্ন করার

ঘ. মানুষকে সাহায্য-সহযোগিতা করার

উত্তর : গ. মানব-মর্যাদাকে ক্ষুণ্ন করার

১৯. 'উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ'্ত কথাটি কে বলেছিলেন?

ক. আবুল ফজল খ. গৌতম বুদ্ধ

গ. ইসলামের নবী ঘ. জনৈক ঋষি

উত্তর :গ. ইসলামের নবী

২০. 'নিচের হাত' বলতে লেখক কী বুঝিয়েছেন?

ক. পরোপকারী খ. গ্রহীতা

গ. মহৎ হৃদয় ঘ. দাতা

উত্তর :খ. গ্রহীতা

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে