রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

দশম শ্রেণির অর্থনীতি

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ
  ০৪ জুলাই ২০২৪, ০০:০০
দশম শ্রেণির অর্থনীতি
দশম শ্রেণির অর্থনীতি

অর্থ ও ব্যাংক ব্যবস্থা

১. দ্রব্য বিনিময় প্রথায় কিসের মাধ্যমে ঋণ পরিশোধ করতে হয়?

1

ক. অর্থের মাধ্যমে

খ. শ্রমের মাধ্যমে

গ. দ্রব্যের মাধ্যমে

ঘ. চেকের মাধ্যমে

সঠিক উত্তর : গ. দ্রব্যের মাধ্যমে

২. কোন মুদ্রার পরিবর্তে চাওয়ামাত্র সরকারের সমমূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে?

ক. রূপান্তরযোগ্য মুদ্রা

খ. প্রতীক মুদ্রা

গ. বিহিত মুদ্রা

ঘ. কাগজী মুদ্রা

সঠিক উত্তর : ক. রূপান্তরযোগ্য মুদ্রা

৩. ধরি, কোনো ব্যক্তি পাঁচ টাকা দামে একটি কলম ক্রয় করল। এই পাঁচ টাকা কী?

ক. দ্রব্যের দাম

খ. দ্রব্যের অর্থমূল্য

গ. বিনিময়ের মাধ্যম

ঘ. দ্রব্যের মূল্য পরিমাপক

সঠিক উত্তর :ঘ. দ্রব্যের মূল্য পরিমাপক

৪. পস্নাবন তার পরিবারের মাসিক খরচ থেকে ৫০০ টাকা প্রতি মাসে জমা রাখে।

দ্রব্য জমা না রেখে অর্থ জমা রাখার কারণ-

র. নিরাপদ

রর. সুবিধাজনক

ররর. সহজে বহনযোগ্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৫. বিহিত মুদ্রা কী?

ক. কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা

খ. ঋণ পরিশোধের টাকা

গ. ব্যাংক থেকে ঋণ গ্রহণ

ঘ. বিদেশ থেকে আগত অর্থ

সঠিক উত্তর :ক. কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা

৬. স্থগিত লেনদেন কী?

ক. ভবিষ্যৎ দেনা-পাওনা খ. ঋণ গ্রহণ করা

গ. মূল্য স্থানান্তর ঘ. তারল্যের মান

সঠিক উত্তর : ক. ভবিষ্যৎ দেনা-পাওনা

৭. কোনগুলো রূপান্তরের অযোগ্য মুদ্রা?

ক. ১ টাকা ও ২ টাকা খ. ৫০ টাকা

গ. ১০০ টাকা ঘ. ১০ টাকা ও ২০ টাকা

সঠিক উত্তর : ক. ১ টাকা ও ২ টাকা

৮. সবচেয়ে তরল সম্পদ কী?

ক. জমি খ. অর্থ

গ. পানি ঘ. বুদ্ধি

সঠিক উত্তর : খ. অর্থ

৯. অর্থের প্রধান কার্যাবলি কয়টি?

ক. ৪ খ. ৬

গ. ৮ ঘ. ১০

সঠিক উত্তর :ক. ৪

১০. ১ টাকার ৫০ পয়সার মুদ্রাকে অসীম বিহিত মুদ্রা বলার কারণ হলো-

র. জনগণকে যত ইচ্ছা তত দেয়া যায়

রর. জনগণ তার ইচ্ছা অনুযায়ী অধিক গ্রহণ করে না

ররর. একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত জনগণ লেনদেন করে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর :খ. রর ও ররর

১১. বাংলাদেশের কোন ধরনের নোট অরূপান্তরযোগ্য কাগজী মুদ্রা?

ক. ৫০০ টাকার নোট খ. ১০০ টাকার নোট

গ. ২ টাকার নোট ঘ. ৫ টাকার নোট

সঠিক উত্তর :গ. ২ টাকার নোট

১২. কোনটি অসীম বিহিত মুদ্রা?

ক. ১ টাকার নোট খ. ৫০ টাকার নোট

গ. ২ টাকার নোট ঘ. ৫ টাকার ধাতব মুদ্রা

সঠিক উত্তর : খ. ৫০ টাকার নোট

১৩. কোনটি সসীম বিহিত মুদ্রা?

ক. ১০ টাকার নোট খ. ১০০ টাকার নোট

গ. ৫০ টাকার নোট ঘ. ৫ টাকার ধাতব মুদ্রা

সঠিক উত্তর :ঘ. ৫ টাকার ধাতব মুদ্রা

১৪. বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কী?

ক. হুন্ডি বাট্টা করা খ. আমানত গ্রহণ করা

গ. অর্থ স্থানান্তর করা ঘ. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা

সঠিক উত্তর : খ. আমানত গ্রহণ করা

১৫. অর্থের বিনিময়ে লেনদেন হয় কেন?

ক. সবার নিকট গ্রহণযোগ্য বলে

খ. সহজে বহনযোগ্য বলে

গ. বিনিময় প্রথা নেই বলে

ঘ. অর্থে লেনদেন সহজ বলে

সঠিক উত্তর : ক. সবার নিকট গ্রহণযোগ্য বলে

১৬. ব্যবসায়ীদের বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করে কোন ব্যাংক?

ক. কেন্দ্রীয় ব্যাংক খ. বাণিজ্যিক ব্যাংক

গ. কৃষি ব্যাংক ঘ. সোনালী ব্যাংক

সঠিক উত্তর :খ. বাণিজ্যিক ব্যাংক

১৭. বাণিজ্যিক ব্যাংক কয় প্রকার আমানত গ্রহণ করে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : খ. ৩

১৮. উন্নত দেশে অধিকাংশ লেনদেন কীভাবে নিষ্পত্তি হয়ে থাকে?

ক. ডলারের মাধ্যমে খ. চেকের মাধ্যমে

গ. হুন্ডির মাধ্যমে ঘ. ই-পেমেন্টে

সঠিক উত্তর :ক. ডলারের মাধ্যমে

১৯. বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো-

র. ঋণ প্রদান

রর. বৈদেশিক বাণিজ্যে সহায়তা

ররর. নোট ছাপানো

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

২০. অঞগ-এর পূর্ণরূপ কী?

ক. অষধিুং :রসব সধপযরহব

খ. অপঃঁষব :বষষবৎ সধপযরহব

গ. অষধিুং :বষষবৎ সধপযরহব

ঘ. অঁঃড়সধঃবফ :বষষবৎ সধপযরহব

সঠিক উত্তর :ঘ. অঁঃড়সধঃবফ :বষষবৎ সধপযরহব

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ প্রশ্নের উত্তর :

সাবের চাচা একজন রিকশাচালক। সে তার প্রতিদিনের আয় থেকে কিছু টাকা জমা করতে চায়। এই টাকা জমা রাখার জন্য সে তার এলাকার একটি ব্যাংকে যায়। সেখানে সে জানতে পারে যে, উক্ত ব্যাংক কোনো ব্যক্তির টাকা জমা রাখে না, অন্যান্য ব্যাংকের টাকা জমা রাখে। তারপর সে অপর একটি ব্যাংকে গেল এবং একটি হিসাব খুলতে পারল।

২১. সাবের চাচা প্রথম যে ব্যাংকে যায় সেটি কী ধরনের ব্যাংক?

ক. কেন্দ্রীয় ব্যাংক খ. বাণিজ্যিক ব্যাংক

গ. কৃষি ব্যাংক ঘ. গ্রামীণ ব্যাংক

সঠিক উত্তর : ক. কেন্দ্রীয় ব্যাংক

২২. যে হিসাবে অর্থ জমা করে সাবের চাচা লাভবান হতে পারে-

র. সঞ্চয়ী রর. চলতি ররর. স্থায়ী

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. রর ও ররর

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে