রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৪ জুলাই ২০২৪, ০০:০০
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৪ সেমিস্টারের (অনার্স) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ১ জুলাই বিভিন্ন বিভাগ লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন করে।

1

মূলত, রাষ্ট্রবিজ্ঞান ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আইন ও মানবাধিকার, নিউট্রিশন এবং ফুড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফার্মেসি, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ও সবশেষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং অর্থনীতি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ডক্টর আনন্দ কুমার সাহা, ট্রেজারার প্রফেসর ডক্টর মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মো. হাবিবুলস্নাহ, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কো-অর্ডিনেটররা ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং অপেক্ষারত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (িি.িাঁ.বফঁ.নফ) পাওয়া

যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে